Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

# লুপ্ত প্রাণ মৃত্যু সমান # লেখা : দেবাশিস পাহাড়ী স্কেচ : সুদেষ্ণা পাহাড়ী

# লুপ্ত প্রাণ  মৃত্যু সমান #লেখা : দেবাশিস পাহাড়ী  স্কেচ : সুদেষ্ণা পাহাড়ী
 ছোট ছেলেদের কাছে পেলেঅনেক সময় বলে থাকিচুপটি করে বসো আগেএকটা গল্প শুনবে নাকি?গল্প তোমরা শুনেছ অনেকনানান মজার রঙে মোড়াআমার গল্প ডাইনোসরেরওরাং ওটাং  কিম্…

 



# লুপ্ত প্রাণ  মৃত্যু সমান #

লেখা : দেবাশিস পাহাড়ী

  স্কেচ : সুদেষ্ণা পাহাড়ী


 ছোট ছেলেদের কাছে পেলে

অনেক সময় বলে থাকি

চুপটি করে বসো আগে

একটা গল্প শুনবে নাকি?

গল্প তোমরা শুনেছ অনেক

নানান মজার রঙে মোড়া

আমার গল্প ডাইনোসরের

ওরাং ওটাং  কিম্বা ঘোড়া।

সাদা ভালুক বিশাল শরীর

কুমরুবৃত্তে এদের বাস ;

বিশ্ব উষ্ণায়নের জেরে

হচ্ছে এদের সর্বনাশ।

জায়েন্ট পাণ্ডা থাকে চিনে

নাদুসনুদুস শরীর তার...

মচমচিয়ে বাঁশের ডগা

চিবিয়ে খেয়ে করে সাবাড়।

শিম্পাঞ্জির নাম শুনেছ?

গাছের ডালে খায় যে দোল 

বৈচিত্রে এরাও ভরায়

বনপ্রকৃতি মায়ের কোল।

 বাইসনেদের ঘোরাফেরা

ইউরোপে আমেরিকায়,

এরা বেশি তৃণভোজী

মানুষ এদের মাংস খায়।

গোবি মরুভূমির মাঝে

দুটি কুঁজের উট থাকে...

আমেরিকার গ্রিজলি ভালুক 

ইঁদুর ধরে ঝাঁকে ঝাঁকে।

তিব্বতের চমরী গাই

মচমচিয়ে বরফ খায় -

পাহাড় চড়ায় দড় এরা

ঘন লোমে শীত ঠেকায়।

এই গল্প অনেক বড়

উদাহরণ অল্প না ;

এদের নিয়ে বাড়ুক তোমার

ছোট্ট মনের কল্পনা।

গাছ-পাখি - ফুল সবার প্রিয়

এরা তবে হাসত না - 

যদি কীট পতঙ্গেরা

এদের কাছে আসত না।

চিরদিনের বন্ধু এরা

বসুন্ধরার সেরা দান;

এদের জন্যে বাতাস বয়

নদীর জলে কলতান।

আমাদেরও ভীষণ বিপদ

কেবল পশুপাখির নয় ...

একটু করে কমতে কমতে

এরা যদি লুপ্ত হয়।

যে আড়ালে মদত দেয়

লুকিয়ে করে চোরাশিকার

এরা সবাই দশের শত্রু

এক্কেবারে পরিষ্কার।


সমাজ যতই এগিয়ে যাক

বুক ফুলিয়ে করি বড়াই

ভাবতে হবে এ আমাদের

বেঁচে থাকার কঠিন লড়াই।


* ' এ যুগের কিশোর বিজ্ঞানী ' তে আগের সংখ্যায় প্রকাশিত ...

No comments