Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রবীন্দ্রনাথ ঠাকুর "নাইট হুড" উপাধি ত্যাগ করেন

১৩ এপ্রিল,১৯১৯। আজ থেকে ঠিক ১০২ বছর আগে আজকের দিনেই অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর শহরের জালিয়ানওয়ালাবাগে, ইংরেজ সেনানায়ক ব্রিগেডিয়ার রেগিনাল্ড ডায়ারের নির্দেশে ইতিহাসের অন্যতম নৃশংস এক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। এতে ন…

 



১৩ এপ্রিল,১৯১৯। আজ থেকে ঠিক ১০২ বছর আগে আজকের দিনেই অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর শহরের জালিয়ানওয়ালাবাগে, ইংরেজ সেনানায়ক ব্রিগেডিয়ার রেগিনাল্ড ডায়ারের নির্দেশে ইতিহাসের অন্যতম নৃশংস এক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। এতে নিহত হয়েছিলেন  ৪০০ নিরস্ত্র মুক্তিকামী ভারতীয় নাগরিক, মতান্তরে সংখ্যাটি প্রায় হাজারের কাছাকাছি।

এই হত্যাকান্ডের প্রায় একক প্রতিবাদে কবি রবীন্দ্রনাথ ঠাকুর ৩০ মে ১৯১৯,বড়লাট চেমসফোর্ডকে এক অবিস্মরণীয় চিঠি লিখে ইংরেজ সরকারের দেওয়া "নাইটহুড" উপাধি ত্যাগ করেন।

No comments