Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং!! হলদিয়া মহাকুমার হাসপাতাল ৫০ বেডের কোভিড চালু হচ্ছে

মঙ্গলবার ২৭ এপ্রিল থেকে হলদিয়া মহাকুমার হাসপাতাল ৫০বেডের আইসোলেশন ও কোভিড ওয়ার্ড চালু হচ্ছে। অভিযোগ চিকিৎসা সরঞ্জাম থাকা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ ও  মহকুমার প্রশাসনের উদাসীনতার জন্য কোভিড ওয়ার্ড চালু হতে দেরি হল ।তার জন্য ক…

 



মঙ্গলবার ২৭ এপ্রিল থেকে হলদিয়া মহাকুমার হাসপাতাল ৫০বেডের আইসোলেশন ও কোভিড ওয়ার্ড চালু হচ্ছে। অভিযোগ চিকিৎসা সরঞ্জাম থাকা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ ও  মহকুমার প্রশাসনের উদাসীনতার জন্য কোভিড ওয়ার্ড চালু হতে দেরি হল ।তার জন্য করোনা আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট রোগীদের ৫০থেকে ৬০ কিলোমিটার দূরে হাসপাতালে পাঠাতে হচ্ছে ।বিপাকে পড়েন রোগীর পরিবারের মানুষজন। এই পরিস্থিতিতে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে শিল্প শহরের বাসিন্দাদের মধ্যে। হলদিয়া মহাকুমা হাসপাতালে সুপার জয়দীপ রায়  জানালেন এদিন চিকিৎসকদের সঙ্গে মিটিং করে ২৪ ঘন্টার মধ্যে কোভিড ওয়ার্ড  চালুর উদ্যোগ নেওয়া হয়েছে ।মঙ্গলবার বিকেল থেকে ওয়ার্ডে ভর্তি  শুরু হবে। তিনি বলেন একজন চিকিৎসক ও দুই জন নার্স করোণা আক্রান্ত হওয়ার সমস্যা হয়েছে ।চিকিৎসকের  অভাব থাকলেও সবাইকে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করার আবেদন জানানো হয়েছে। আপাতত হাসপাতালের নিচ তলায় মেল  ওয়ার্ডে ৩০ বেডের আইসোওলেসন ওয়ার্ড ও ২০ বেডের কোভিড ওয়ার্ড চালু হচ্ছে। হলদিয়া মহকুমা হাসপাতাল এখন ৮৮ অক্সিজেন সিলিন্ডারে  রয়েছেন। আরও অক্সিজেন সিলিন্ডার ও মেডিকেল  বেড চাওয়া হয়েছে প্রশাসনের কাছে।



No comments