Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

May 17, 2025

Weather Location

Popular Posts

Breaking News:

কাজলা জনকল্যাণ সমিতির বর্ষবরনের অনুষ্ঠান-

কাজলা জনকল্যাণ সমিতির পরিচালনায় সারাদাময়ী শিশু শিক্ষা নিকেতন, কাজলা ফনিভুষণ পাঠাগার ও তপোবন শিশু আবাসের  ব্যবস্থাপনায় সমিতিতে বাংলা ১৪২৭ সাল'কে বিদায় জানিয়ে আজ বাংলা '১৪২৮' বর্ষবরণ অনুষ্ঠিত হল। খড় পুড়িয়ে বর্ষবর…

 




কাজলা জনকল্যাণ সমিতির পরিচালনায় সারাদাময়ী শিশু শিক্ষা নিকেতন, কাজলা ফনিভুষণ পাঠাগার ও তপোবন শিশু আবাসের  ব্যবস্থাপনায় সমিতিতে বাংলা ১৪২৭ সাল'কে বিদায় জানিয়ে আজ বাংলা '১৪২৮' বর্ষবরণ অনুষ্ঠিত হল। খড় পুড়িয়ে বর্ষবরণের শুভারম্ভ হয়। এই আবর্জনায় (খড়) অগ্নিসংযোগ করেন কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শ্রী স্বপন কুমার পন্ডা ও পরিচালক মন্ডলীর সদস্য শ্রী খগেন্দ্র নাথ দাস ও তপোবন শিশু আবাসের আবাসিক সেক রাজা ও দীপ খাটুয়া। এরপর গ্রাম, বিদ্যালয় ও শিশু আবাসের শিশুদের নিয়ে  নৃত্যালেক্ষ্যার মাধ্যমে বর্ষবরণ এর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শ্রী স্বপন কুমার পন্ডা মহাশয় তার বক্তব্যে বর্ষবরণের গুরুত্ব ও কেন আমরা এই দিনটা পালন করি, সে বিষয়ে সবিস্তারে আলোচনা করেন, সেই সঙ্গে করোনা ভাইরাসের ভয়াবহতা বিষয়ে তিনি আলোচনা করেন এবং উপস্থিত সকলকে, এবং গ্রামবাসীকে বর্ষবরণের শুভেচ্ছা জ্ঞাপন করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন তপোবন শিশু আবাসের আবাসিক শ্রী অভিজিৎ পাহাড়ি। 


No comments