কেউ মেতেছে লাল পলাশে,কেউ মেতেছে ধর্মদ্বেষী লাশে...পদ্ম বলে হারিয়ে যাব,ফুল ফোটেনি সন্ত্রস্ত ঘাসে;তাই হাতুড়ি কাস্তে হাতে,লাল পলাশে নববর্ষ হাসে!
নববর্ষের বার্তা : "যেনমানুষ হেরে না যায় বারে বারে!মানুষ যদি স্বৈরাচারী শাসককুল বদলে…
কেউ মেতেছে লাল পলাশে,
কেউ মেতেছে ধর্মদ্বেষী লাশে...
পদ্ম বলে হারিয়ে যাব,
ফুল ফোটেনি সন্ত্রস্ত ঘাসে;
তাই হাতুড়ি কাস্তে হাতে,
লাল পলাশে নববর্ষ হাসে!
নববর্ষের বার্তা : "যেন
মানুষ হেরে না যায় বারে বারে!
মানুষ যদি স্বৈরাচারী
শাসককুল বদলে দিতে পারে;
প্রমাণ হবে নববর্ষ
আসেনি আজ শুধু ক্যালেণ্ডারে!"
সজাগ থাকো সাথী সবাই
ভোট লুটতে যারা ফোলায় পেশী,
তাদের সাথে ফ্যাসীবাদীরা
গড়াপেটায় করছে রেষারেষি...
বাংলা যেন দখল নিতে
না পারে সেই বাঙালিবিদ্বেষী।
কোন্ খুশিতে বলব সাথী
নববর্ষে সবাই ভাল থাক?
বলব সাথী সেদিন,যদি
নববর্ষ আনে সবার মনে খুশির জাঁক!
তাই মাটিতে পেতেছি কান,
শুনব বলে দিনবদলের ডাক!
No comments