Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে অজয় মুখোপাধ্যায় জন্মদিন পালন

১৫ ই এপ্রিল, প্রয়াত কংগ্রেস নেতা,পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি,  পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী (1967,1969,1971)স্বাধীনতা সংগ্রামী,
তাম্রলিপ্ত জাতীয় সরকারের অন্যতম
স্থপতি, আধুনিক ( অবিভক্ত) মেদিনীপুরের র…


 



১৫ ই এপ্রিল, প্রয়াত কংগ্রেস নেতা,পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি,  পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী (1967,1969,1971)স্বাধীনতা সংগ্রামী,
তাম্রলিপ্ত জাতীয় সরকারের অন্যতম
স্থপতি, আধুনিক ( অবিভক্ত) মেদিনীপুরের রূপকার, অজেয় পুরুষ, উদার হৃদয়, অজয় কুমার
মুখোপাধ্যায়ের শুভ জন্মদিন/ আজকের এই শুভলগ্নে প্রয়াত নেতা  ও তাঁর দীর্ঘ দিনের রাজনৈতিক সহকর্মী প্রয়াত সতীশ চন্দ্র সামন্ত,প্রাক্তন সাংসদ (1951-1977),স্বাধীনতা যুদ্ধের অগ্রণী
সৈনিক, তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রথম সর্বাধিনায়ক ও অন্যজন প্রয়াত কংগ্রেস নেতৃত্ব,স্বাধীনতা সংগ্রামের অগ্রদূত , প্রাক্তন মন্ত্রী ( পশ্চিমবঙ্গ সরকার) রজনীকান্ত প্রামাণিক, এই তিন মহাপুরুষের গলায় মালা পরানো
হয়/মালা পরিয়ে দেন - শ্রী মৃনাল কান্তি পাল ( সহ সভাপতি, পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটি), জনাব সেখ জাফরুল্লা সাহেব ( চেয়ারম্যান, পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস সেবাদল) ,শ্রী  প্রদীপ মালাকার ( বাপি) ( সম্পাদক, পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটি),
শ্রী অরূপ কুমার ভৌমিক ( সম্পাদক, পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটি
ও সাধারণ সম্পাদক- পূর্ব মেদিনীপুর
প্রাথমিক শিক্ষক সমিতি), শ্রী রমেন্দ্রনাথ দত্ত ( রমেন)(সাধারণ সম্পাদক, অসংগঠিত শ্রমিক কংগ্রেস কমিটি,পূর্ব মেদিনীপুর শাখা),ডাঃ রাম বাবু ( বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক), শ্রী চিত্ত রঞ্জন মাইতি (  কংগ্রেস নেতৃত্ব ), সেখ কালু ও তমলুক শহর কংগ্রেসের সম্পাদক
শ্রী গোবিন্দ চন্দ্র সামন্ত/ সমস্ত  অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন ও অজেয় পুরুষ অজয় মুখোপাধ্যায়ের
ফেলে আসা দিনগুলোর কথা মনে
করিয়ে দেন শ্রী মৃনাল কান্তি পাল,ও শ্রী  সনৎ কুমার বটব্যাল, সাধারণ সম্পাদক (পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটি),সভাপতি ( অধ্যাপক  শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি, পূর্ব মেদিনীপুর জেলাশাখা), সদস্য ( পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি)




No comments