Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাটে সুরক্ষবিধি মান‍্যতায় লাগাতার কর্মসূচি

করোনা'র দ্বিতীয় ,ঢেউ'র ধাক্কায় দিশেহারা সারা দেশ। পূর্ব মেদিনীপুর জেলায় করোনা কবলে সবথেকে বেশী ক্ষতিগ্রস্তের তালিকায় উঠে এসেছে কোলাঘাটের নাম। সরকারি পরিসংখ্যানের বাইরেও বহু মানুষ এই মারনঘাতি ভাইরাসে আক্রান্ত। কদিনে মারা গ…

 



করোনা'র দ্বিতীয় ,ঢেউ'র ধাক্কায় দিশেহারা সারা দেশ। পূর্ব মেদিনীপুর জেলায় করোনা কবলে সবথেকে বেশী ক্ষতিগ্রস্তের তালিকায় উঠে এসেছে কোলাঘাটের নাম। সরকারি পরিসংখ্যানের বাইরেও বহু মানুষ এই মারনঘাতি ভাইরাসে আক্রান্ত। কদিনে মারা গেছেন প্রায় দশজন। এই ভয়াভহ পরিণতিতেও এখনো কোলাঘাটে এক শ্রেণীর মানুষের মধ্যে সুরক্ষবিধি মান‍্যতায় চরম উদাসিনতা দেখা যাচ্ছে। যা উদ্বেগের বিষয়।কোলাঘাটের একটি স্বেচ্ছাসেবী সংস্থা 'সংকেতে' র উদ‍্যোগে গত প্রায় এক সপ্তাহ ধরে বিভন্নভাবে প্রচারে মানুষকে সচেতনতার প্রচারে কাজ করে চলেছে। আজ ২৫ এপ্রিল সারাদিন ধরে কোলাঘাটের বিভিন্ন প্রান্তে ট‍্যাবলো, ফেস্টুন ব‍্যানার, মডেল ও প্রচার মাইক নিয়ে পৌঁছে যায়। এরপর পথ চলতি মানুষদের হাতে চকোলেট, স‍্যানিটাইজেরর প‍্যাকেট, সুরক্ষবিধি মূদ্রীত প্রচারপত্র ও মাস্ক তুলে দেওয়া হয়। সংস্থার পক্ষে ডা শ‍্যামল আদক  জানান,- "এই বিধ্বংসী মহামারি রোধে একমাত্র উপায় সুরক্ষবিধি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলায় মানুষের মহাজোট সচেতনতা। তারই প্রচারে আমাদের এই কর্মসূচি, যা অনির্দিষ্টকালের জন‍্য  অব‍্যাহত থাকবে "।




No comments