দিঘা মেচেদা রেল পথে আবারও ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক যুবক। ঘটনাটি ঘটছে রবিবার সকাল সাতটা নাগাদ দিঘা রামনগর মধ্যস্থলে নরকুলি সংলগ্ন এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত যুবক শুভাশিষ দাস (৩২)। তার বাড়ী রামনগর থানার নরকুলি এলাকায় বাসিন্দা। …
দিঘা মেচেদা রেল পথে আবারও ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক যুবক। ঘটনাটি ঘটছে রবিবার সকাল সাতটা নাগাদ দিঘা রামনগর মধ্যস্থলে নরকুলি সংলগ্ন এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত যুবক শুভাশিষ দাস (৩২)। তার বাড়ী রামনগর থানার নরকুলি এলাকায় বাসিন্দা। রেল পুলিশ সূএে জানাগেছে, রবিবার সকালে সৈকত নগরী দিঘা থেকে মেচেদা গামী একটি লোকাল ট্রেন যাচ্ছিল। তখনই রামনগরের নরকুলি কাছে ট্রেনে ঝাঁপ দেয় ওই যুবক। ঘটনার পর বেশ কিছুক্ষন ট্রেন চলাচল বন্ধ থাকে। রেলপুলিশ মৃতদেহ উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তদন্তে নেমেছে রেল পুলিশ।
No comments