কর্মীদের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার উদ্বিগ্ন বন্দর কর্তৃপক্ষ। করোণা আক্রান্ত বন্দর কর্মীদের জন্য আজ থেকে চালু হচ্ছে বন্দরের নিজস্ব কেয়ার সেন্টার। বন্দর সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে বন্দরের ১২ জন কর্মী করোনাই আক্রান্ত হয়ে…
কর্মীদের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার উদ্বিগ্ন বন্দর কর্তৃপক্ষ। করোণা আক্রান্ত বন্দর কর্মীদের জন্য আজ থেকে চালু হচ্ছে বন্দরের নিজস্ব কেয়ার সেন্টার। বন্দর সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে বন্দরের ১২ জন কর্মী করোনাই আক্রান্ত হয়েছেন। বন্দরের জেনারেল ম্যানেজার প্রশাসন প্রবীন কুমার দাস বললেন বন্দরের হাসপাতাল সংলগ্ন ডক ইনস্টিটিউটে বিবিঘোষ অডিটোরিয়ামে চিকিৎসার জন্য ২৮ বেডের করোনা কেয়ার সেন্টার চালু হচ্ছে সোমবার থেকে। এ জন্য জরুরিভিত্তিতে নতুন করে দশটি মেডিকেল বেডের অর্ডার দেওয়া হয়েছে ।এখানে দুটি অক্সিজেন কনস্ট্যান্ট মেশিন বসানো হয়েছে ।তিনি আরও বলেন বন্দরে স্থায়ী অস্থায়ী কর্মীদের জন্য এই করোনা হাসপাতাল চালু হচ্ছে। এলাকার বিভিন্ন এজেন্সির কর্মীরা কাজ করেন তাদের করণা সুরক্ষা ও চিকিৎসার জন্য হলদিয়া পৌরসভা কর্তৃক জেলা প্রশাসনের ব্যবস্থা নেওয়ার জন্য সোমবার বন্দর কর্তৃপক্ষের চিঠি দেবে। ওই কর্মীরা আক্রান্ত হলে কোথাও কিভাবে যোগাযোগ করতে হবে তা-ও জানতে চাইবে। এজন্য বন্দরের কন্ট্রোলরুম খোলার পরিকল্পনা রয়েছে। এ জন্য ফ্লেক্সে তথ্য ছাপিয়ে প্রচার করা হবে। এদিকে বন্দর সংলগ্ন টাউনশিপ এলাকায় একটি আবাসন করোণা আক্রান্ত এক বৃদ্ধার মৃত্যুতে এলাকায় উদ্বিগ্ন তৈরি হয়েছে। পৌর এলাকার করোনা আক্রান্ত এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ২২৯ জন ।পৌর এলাকায় আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়লেও টাউনশিপ ,দুর্গাচক শহর এলাকায় বাজারগুলিতে মাক্স ছাড়া বহু মানুষ দিনভর রাস্তায় ঘোরাঘুরি করছেন ।পৌর কর্তৃপক্ষ বা পুলিশের কোনো পদক্ষেপ নিছেন না বলে এলাকার মানুষের অভিযোগ।
No comments