Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোভিড১৯ সচেতন করতে মাঠে নামলেন পুলিশ

কোভিড১৯  দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। দ্রুতগতিতে  ছড়াচ্ছে সংক্রমণ। হু হু করে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। সরকারি নির্দেশ অনুসারে করোণা বিধি লাগু করতে মাঠে নেমে পড়লেন হলদিয়ার পুলিশ প্রশাসন। হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে এসডিপিও ও…

 




কোভিড১৯  দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। দ্রুতগতিতে  ছড়াচ্ছে সংক্রমণ। হু হু করে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। সরকারি নির্দেশ অনুসারে করোণা বিধি লাগু করতে মাঠে নেমে পড়লেন হলদিয়ার পুলিশ প্রশাসন। হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে এসডিপিও ও দুর্গাচক থানার ওসির নেতৃত্বে  করোনা নিয়ে কড়াকড়ি পদক্ষেপ নিলেন।পুলিশ লাঠি হাতে নিয়ে তেড়ে গিয়ে রীতীমতো তাদের সচেতন করল । মাস্ক বিহীন পথ চলতি মানুষদের সচেতন করতে মাক্স এবং স্যানিটাইজার বিলি করা হয়। মাক্স বিহীন মানুষদের বুঝানোর চেষ্টা করলেও তারা বুঝলো না যারা দ্রুত গতিতে পালিয়ে যাবার চেষ্টা করছিল তাদের বিরুদ্ধে পুলিশের কড়া পদক্ষেপ। এমনই ১৫ জনের বিরুদ্ধে কেস করল দুর্গাচক থানার পুলিশ।

No comments