দুই হাত জোড় করে হাঁটু গেড়ে বসে থাকা মানুষটি মধ্যপ্রদেশের শক্তি মন্ত্রী প্রদ্যুমান সিং তোমর।গতকাল গোয়ালিয়রে অক্সিজেনের অভাবে রোগীরা যখন ছটফট করছিল তখন প্রদ্যুমান সিং, কালেক্টর এবং এস পি অনেক চেষ্টা করেও কিছু করে উঠতে পারছিলেন …
দুই হাত জোড় করে হাঁটু গেড়ে বসে থাকা মানুষটি মধ্যপ্রদেশের শক্তি মন্ত্রী প্রদ্যুমান সিং তোমর।গতকাল গোয়ালিয়রে অক্সিজেনের অভাবে রোগীরা যখন ছটফট করছিল তখন প্রদ্যুমান সিং, কালেক্টর এবং এস পি অনেক চেষ্টা করেও কিছু করে উঠতে পারছিলেন না তখনই এগিয়ে এলো এলইডি বাল্ব তৈরি করা সূর্য কোম্পানি। কোম্পানি নিজেদের প্ল্যান্ট বন্ধ করে রোগীদের জন্য অক্সিজেন দেওয়ার সিদ্ধান্ত নেয়।দেশে যখন সংকট আসে তখন দেশীয় কোম্পানিগুলোই সবার আগে সাহায্য করতে এগিয়ে আসে। তাদের এই প্রশংসনীয় কাজের জন্যই মধ্যপ্রদেশের শক্তি মন্ত্রী প্রদ্যুমান সিং তোমার হাঁটু গেড়ে বসে দুই হাত জোড় করে সূর্য কোম্পানির ম্যানেজমেন্টের কাছে কৃতজ্ঞতা জানালেন।
No comments