কোভিড ১৯ দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে প্রতিদিন সংক্রামিত হচ্ছে শতাধিক। জেলা প্রশাসন রাজ্য প্রশাসন স্বাস্থ্য দপ্তর কোভিড নাইনটিন কে প্রতিহত করার জন্য সব রকমের বন্দোবস্ত করেছেন। ইতিমধ্যে রাজ্যে করোণা ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। এই মু…
কোভিড ১৯ দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে প্রতিদিন সংক্রামিত হচ্ছে শতাধিক। জেলা প্রশাসন রাজ্য প্রশাসন স্বাস্থ্য দপ্তর কোভিড নাইনটিন কে প্রতিহত করার জন্য সব রকমের বন্দোবস্ত করেছেন। ইতিমধ্যে রাজ্যে করোণা ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। এই মুহূর্তে প্রথম ডোজের আকাল পড়েছে সে জন্য বন্ধ রয়েছে ।দ্বিতীয় ডোজ দেওয়ার কাজ চলছে প্রশাসনের উদ্যোগে মাক্স পরার কথা বললেও বিভিন্ন পৌরসভা ঘোষণা করার পরও মানুষ সচেতন নয়। আর সেজন্যই বাধ্য হয়ে পুলিশকে নামতে হলো সচেতন করার জন্যই।
মাক্স না পরার জন্য এগরা থানার পুলিশ শহরের রাস্তায় নামলো। শুধু তাই নয় একদম মুখে মাক্স না পরা ব্যক্তিদের ছবি তুলে ফাইন ও করা হলো। বিগত দিনে না দেখা গেলেও আজ এগরা থানার পুলিশের এই উদ্যোগ কে প্রশংসা করেছেন স্থানীয়রা। এগুলা থানার মত জেলার সমস্ত থানা বাজারে নাবুক। তাদের সহযোগিতা না হলে মানুষ সচেতন হতে পারেনা। মানুষকে সচেতন করতে গেলে স্বাস্থ্যদপ্তর যেমন ভেবেছেন তাই প্রত্যেকটি থানার পুলিশকে এই প্রচার অভিযানে নামতে হবে তবেই হয়তো একটু ভয়ে মানুষ মাক্স পড়বে।
No comments