রাজ্য সরকারের ঘোষিত সেভ লাইফ সেফ ড্রাইভ স্লোগানকে বুড়ো আঙুল দেখিয়ে লাগামছাড়া যানবাহন চলছ। মারিশদা বেতালিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মেশিং রিক্সা ও ডাম্পারের সংঘর্ষের মৃত্যু হল একজনের। আহত হয়েছেন আরও একজন। মৃত মারিশদা থানা…
রাজ্য সরকারের ঘোষিত সেভ লাইফ সেফ ড্রাইভ স্লোগানকে বুড়ো আঙুল দেখিয়ে লাগামছাড়া যানবাহন চলছ। মারিশদা বেতালিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মেশিং রিক্সা ও ডাম্পারের সংঘর্ষের মৃত্যু হল একজনের। আহত হয়েছেন আরও একজন। মৃত মারিশদা থানার কাশমিলি গ্রামের অনুকুল জানা (৪৫)। আহত আরও একজন কাঁথি হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর ঘাতক ডাম্পটি এলাকা ছেড়ে চম্পট দেয়। পুলিশ চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে।
No comments