পূর্ব মেদিনীপুর জেলায় নির্বাচন পরবর্তী পরিস্থিতিতেও রাজনৈতিক বিবাদ অব্যাহত। কয়েক দিন আগে বিজেপি কর্মীদের উপরে হামলা চালানোর ঘটনার পর এবার তাদের পুকুরে বিষ দেওয়ার অভিযোগ উঠলো তৃনমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও তৃনমূল তাদের …
পূর্ব মেদিনীপুর জেলায় নির্বাচন পরবর্তী পরিস্থিতিতেও রাজনৈতিক বিবাদ অব্যাহত। কয়েক দিন আগে বিজেপি কর্মীদের উপরে হামলা চালানোর ঘটনার পর এবার তাদের পুকুরে বিষ দেওয়ার অভিযোগ উঠলো তৃনমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও তৃনমূল তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে।
রাজ্যের ২৯৪টা আসনে ৮ দফায় ভোট গ্রহনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। গত ২৭ মার্চ প্রথম দফায় রাজ্যের অন্যান্য প্রান্তের কিছু আসনের সাথে পূর্ব মেদিনীপুরের ১৬টির মধ্যে ৭টি আসনে ভোট গ্রহন করে নির্বাচন কমিশন।এই জেলার বাকী ছয়টি কেন্দ্রের সাথে খেজুরী বিধানসভা কেন্দ্রেও ভোট গ্রহন করা হয় ।
অভিযোগ নির্বাচন মিটে গেলেও রাজ্যের শাসকদল খেজুরিতে সন্ত্রাস অব্যাহত রেখেছে ।দাবি করা হয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মী সমর্থকদের ওপর মাঝেমধ্যেই হামলা চালাচ্ছে। অত্যাচার করছে।
এবার খেজুরী ২ দক্ষিণ মণ্ডলের নিজকশবা অঞ্চলের মেইদীনগর বুথের (২৪১) বিজেপির বুথ সহ সভাপতি বুবুন গিরির পুকুরে শনিবার গভীর রাতে বিষ ফেলে দিয়ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ।এর জেরে সকালে পুকুরের জলে কয়েক হাজার টাকার মাছ মৃত অবস্থায় ভাসতে দেখা যায় ।ঘটনাটি নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
বিজেপি নেতা বুবুন গিরি অভিযোগ করেছেন তাকে গত কয়েকদিন ধরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গত কয়েকদিন ধরেই তাঁকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছিল ।আর তার প্রমাণ মিলল রবিবার সকালে।
যদিও তৃণমূলের পক্ষ থেকে বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করা হয়েছে ।
তৃণমূলের দাবি বিজেপির নব্য ও পুরোনো কর্মীদের মধ্যে বিবাদ নির্বাচনের আগে থেকেই ।বর্তমানেও সেই বিবাদ অব্যাহত । তার জেরেই এমন ঘটনা ঘটেছে নিজেদের সে বিবাদ ঢাকতে পরিকল্পিতভাবে বিজেপি তৃণমূলের নামে মিথ্যা কুৎসা রটাচ্ছে ।
No comments