পথদুর্ঘটনায় অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক মৃত্যু। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আজ সকালে এগরা - বাজকুল রাস্তার কিশোরপুরে। মৃত ব্যক্তির নাম অনাদি মহেশ। বয়স (৬৭)বাড়ি ভগবানপুর এক ব্লকের বিভীষণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় একটি প…
পথদুর্ঘটনায় অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক মৃত্যু। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আজ সকালে এগরা - বাজকুল রাস্তার কিশোরপুরে। মৃত ব্যক্তির নাম অনাদি মহেশ। বয়স (৬৭)বাড়ি ভগবানপুর এক ব্লকের বিভীষণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অনাদি বাবু ভীমেশ্বরী বাজার থেকে সাইকেল চেপে বাড়ি ফিরছিলেন। কিশোরপুর বাস স্ট্যান্ডের কাছে একটি লরির তলায় চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় এই শিক্ষকের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ভগবানপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠাচ্ছে।
No comments