Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গ্রামবাসীদের বিক্ষোভের মুখে আটকে গেল হলদিয়া পাইপলাইন পাতার কাজ

ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/4W1F5sv07AYগ্রামবাসীদের একাংশের বিক্ষোভের জেরে বন্ধ হয়েগেল হলদিয়া থেকে পারাদ্বীপ পর্যন্ত এলপিজির লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস পাইপলাইন পাতার কাজ।স্থানীয় জমির মালিকদের অভিযোগ বর্তমান বাজা…

 


ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/4W1F5sv07AY

গ্রামবাসীদের একাংশের বিক্ষোভের জেরে বন্ধ হয়েগেল হলদিয়া থেকে পারাদ্বীপ পর্যন্ত এলপিজির লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস পাইপলাইন পাতার কাজ।স্থানীয় জমির মালিকদের অভিযোগ বর্তমান বাজার দরে তুলনায় ক্ষতিপূরণ মিলছে না। আর উপযুক্ত ক্ষতিপূরণ ছাড়াই ধান চাষের জমিতে রাজ্যের শাসক দলের স্থানীয় নেতারা পাইপলাইন পাতার কাজে জমির মালিকদের সম্মতি দিতে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ করছেন তারা।প্রশাসন সূত্রে খবর হলদিয়া থেকে পারাদ্বীপ পর্যন্ত এলপিজির লাইন পাতার কাজ হচ্ছে ২০১৯ সালে এনিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জমির মালিকদের অনেকেই ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তারপরে আইওসি কর্তৃপক্ষ কাজ শুরু করেছেন ।কিন্তু গ্রামবাসীদের একাংশের অভিযোগ কোনো নোটিশ না দিয়ে কাজ শুরু করা হয়েছে এছাড়া বর্তমান বাজারের ক্ষতিপূরণ তাদেরকে দেওয়া হয়নি হলদিয়া উন্নয়ন ব্লক অন্তর্গত বাড় সুন্দরা গ্রামে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায় অনিচ্ছুক জমি মালিকরা এরপরের ওই এলাকার রাষ্ট্রায়ত্ত তেলশোধন  কারি সংস্থার আধিকারিকদের আর দেখা যায়নি। হলদিয়া ওই এলাকায় এক বাসিন্দার কথায় দালাল এসে বলেছে ১৯ হাজার ৫০০ টাকায় দেওয়া হবে তার মধ্যে একটা অংশ তাদের হাতে তুলে দিতে হবে ।আমরা এখানকার সময় উপযোগী ক্ষতিপূরণ চাই । রাষ্ট্রায়ত্ত তেল শোধনকারী সংস্থা অবশ্য দাবি সরকারি নিয়ম মেনেই কাজ করা হচ্ছে। আইওসি পাইপলাইন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শাকিল আহমেদ বলেন যা কিছু হচ্ছে নিয়ম মেনে হচ্ছে গ্রামবাসীরা অন্যায় দাবি করছে ওরা কাজ বন্ধ করে দিয়েছেন ।তবে আমরা ওদের সঙ্গে কথা বলেছি সামনেই বর্ষাকাল তার আগে হলদিয়ার পাইপলাইন পাতার কাজ শেষ না হলে প্রকল্প বাস্তবায়িত হতে আরও সময় লেগে যাবে বলে তার আশঙ্কা আইওসি কর্তৃপক্ষের।বিশেষ সূত্রে খবর মহিষাদল নন্দকুমার ইতিমধ্যে পাইপলাইন পাতার কাজ হয়ে গিয়েছে কিন্তু হলদিয়াতে রাষ্ট্রায়ত্ত তেল শোধনকারী সংস্থার সঙ্গে জমির মালিকদের বোঝাপড়া দায়িত্বে  যারা রয়েছেন তারা সকলে এলাকার তৃণমূল সক্রিয় কর্মী বলে পরিচিত।স্থানীয়দের একাংশের অভিযোগ তারা জুলুমবাজি করছেন যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা কেউ কেউ মহিষাদলের তৃণমূল প্রার্থী তিলক চক্রবর্তীর অনুগামী বলে স্থানীয়দের দাবি, এ ব্যাপারে হলদিয়া ভবানীপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন এক অনিচ্ছুক জমির মালিক। এমনকি সমস্যা সমাধানের জন্য জেলার পুলিশ সুপার রাজ্য প্রশাসনের নানা মহলে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন তারা।



No comments