Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজ্যে প্রথম কাঁথি লায়ন্স ক্লাব কোভিড ভ্যাক্সিনেশন সেন্টার শুরু

ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/IHgJkChZIUQপূর্ব মেদিনীপুর জেলা কাঁথি শহরের চতুর্থ কভিড ভ্যাক্সিনেশন সেন্টার হিসেবে আত্মপ্রকাশ করল লায়ন্স ক্লাব অব কন্টাই পরিচালিত ভোলানাথ মেমরিয়াল চক্ষু হাসপাতাল।সরকারী হাসপাতালের বাহিরে …

 



ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/IHgJkChZIUQ

পূর্ব মেদিনীপুর জেলা কাঁথি শহরের চতুর্থ কভিড ভ্যাক্সিনেশন সেন্টার হিসেবে আত্মপ্রকাশ করল লায়ন্স ক্লাব অব কন্টাই পরিচালিত ভোলানাথ মেমরিয়াল চক্ষু হাসপাতাল।সরকারী হাসপাতালের বাহিরে সারা রাজ্যের মধ্যে সম্ভবত কোন স্বেচ্ছাসেবী সংগঠনে এই পরিষেবা শুরু হল ।এখানেও প্রথম ও দ্বিতীয় ডোজ কোভিশীল্ড ভ্যাকসিন দেওয়া হবে।যারা অন্য জায়গায় কোভিশীল্ড এর  প্রথম ডোজ নিয়েছেন তারাও এখানে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পাবেন। আজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম ভ্যাকসিন নিয়ে উদ্বোধন করেন কাঁথীর বর্ষিয়ান চক্ষু চিকিৎসক তথা কাঁথি লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শিশির কুমার মাইতি।
এছাড়াও উপস্থিত ছিলেন কাঁথির পৌরসভার প্রশাসক  সিদ্ধার্থ মাইতি , কাঁথি পৌর সভার হেলথ অফিসার ডা: অনুতোষ পট্টনায়েক, ডা: জি কে ঘোষ ,ডা:  সমীর দে ,ডা: গৌতম জানা,ডা: রাহুলদেব জানা,ডা:সুধাংশু আচার্য,লায়ন্স  ডিস্ট্রিক্ট এর প্রাক্তন গভর্নর প্রফেসর লক্ষীনারায়ন সাহু,কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুবিমল মাইতি,লায়নেস ক্লাবের সভাপতি মীরা চক্রবর্তী প্রমুখ।কাঁথি লায়ন্স ক্লাবের সহ সভাপতি সুস্মিত মিশ্র জানিয়েছেন কোভিড ১৯ এর সংক্রমন লাফিয়ে লাফিয়ে বাড়ছে।এই অবস্থায় এই মহামারির বিরুদ্ধে আমাদের ক্লাবকে লড়াইয়ের যোদ্ধা হওয়ার সুযোগ করার সুযোগ করে দেওয়ায় কাঁথি পৌরসভা ও রাজ্যের স্বাস্থ্য দফতরের কাছে আমরা কৃতজ্ঞ।জানিয়েছেন রবিবার বাদ দিয়ে সপ্তাহের বাকী ছয় দিন ১০টা থেকে ভ্যাক্সিন দেওয়া হবে ।এদিন ১৭১ জনকে টিকা প্রদান করা হয় ।
কাঁথি লায়ন্স ক্লাবের সাফল্যে খুশী স্বাস্থ্য দফতর।কাঁথি পৌর সভার হেলথ অফিসার ডা: অনুতোষ পট্টনায়েক জানিয়েছেন অত্যন্ত আন্তরিকতার সাথে এই টিকা করনের কাজ করছেন কাঁথি লায়ন্স ক্লাব। পরিষেবা প্রদানের প্রথম দিন লায়ন্স ভোলানাথ চক্ষু হাসপাতালে আগত টিকাকরনের জন্যে আসা মানুষদের সুষ্ঠ ভাবে পরিষেবা প্রদানে ক্লাবের সদস্য-সদস্যাদের উপস্থিতি ও সক্রিয়তা ছিলো চোখে পড়ার মত।

No comments