তোমার বামদিকের চিলেকোঠায় থাকতে চেয়েছিলাম-তুমি আমাকে সদর দরজায় রাখলে আজীবন ।দহণ জ্বালায় তোমার কাছে বৃষ্টি চেয়েছিলাম- তুমি আমাকে দিলে গনগনে আগুন ।তীব্র দূষণে শ্বাস নেবো বলে ,একমুঠো টাটকা বাতাস চেয়েছিলাম- তুমি আমাকে দিলে রাশি …
তোমার বামদিকের চিলেকোঠায় থাকতে চেয়েছিলাম-
তুমি আমাকে সদর দরজায় রাখলে আজীবন ।
দহণ জ্বালায় তোমার কাছে বৃষ্টি চেয়েছিলাম-
তুমি আমাকে দিলে গনগনে আগুন ।
তীব্র দূষণে শ্বাস নেবো বলে ,
একমুঠো টাটকা বাতাস চেয়েছিলাম-
তুমি আমাকে দিলে রাশি রাশি উম্পুন।
তোমার কাছে বসন্ত চেয়েছিলাম -
পেলাম দুকূল ছাপানো ভরা শ্রাবণ ।
তোমার কাছে পূর্ণিমার চাঁদ চেয়েছিলাম -
তুমি বললে, "বামন হয়ে চাঁদ ধরা বারণ"।
তোমার কাছে একটা আকাশ চেয়েছিলাম -
অবজ্ঞা ভরে তুমি বললে , "এ আমার আকাশ কুসুম কল্পনা"।
পৃথিবীর বন্ধুর পথটা তোমাকে ধরে হাঁটতে চেয়েছিলাম
তুমি আমার অবলম্বন হতে পারলে না।।
No comments