সেভ হোম এর পাশাপাশি চালু হতে চলেছে করণা হেল্পলাইন নম্বর জেলা ক্রমবর্ধমান করোনা রোগীর সংখ্যা ইতিমধ্যে প্রশাসনের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই আগে থেকেই প্রতিরোধ মূলক ব্যবস্থা নিতে তৎপরতা বেড়েছে প্রশাসনের। যার জেরে ইতিমধ…
সেভ হোম এর পাশাপাশি চালু হতে চলেছে করণা হেল্পলাইন নম্বর জেলা ক্রমবর্ধমান করোনা রোগীর সংখ্যা ইতিমধ্যে প্রশাসনের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই আগে থেকেই প্রতিরোধ মূলক ব্যবস্থা নিতে তৎপরতা বেড়েছে প্রশাসনের। যার জেরে ইতিমধ্যেই করণা সংক্রমণ ঠেকাতে উন্নত পরিষেবা তৈরি উপরে নজর দেয়া হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে খবর জেলায় চার টি গড়ে তোলা হচ্ছে সেগুলোর মধ্যে সোমবার থেকেই চালু হতে চলেছে হলদিয়া সতীশ সামন্ত ট্রেড সেন্টার, কাঁথি আয়ুর্বেদিক কলেজ, তমলুক মহাকুমার নন্দকুমার এর কাছে একটি কলেজ এবং এগরার ঝাটু লাল কলেজে এই চারটি জায়গায় সেভ হোম গড়ে তোলা হচ্ছে সেফহোম গুলিতে উপযুক্ত পরিকাঠামো থাকে সেজন্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যেই জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সেগুলি পরিকাঠামো তৈরীর কাজ শুরু করে দেয়া হয়েছিল। পাশাপাশি জেলার একটি টোল ফ্রি নম্বর চালু হবে যেসব করোণা আক্রান্ত হোম আইসোলেশন রয়েছেন সেই সব আক্রান্তদের কোনরকম সমস্যা হলে ওই নম্বরে যোগাযোগ করতে পারবেন এবং গত বছর এই হেল্পলাইন নম্বর রাজ্যস্তরে ছিল এ বছর তা জেলাস্তরে করা হচ্ছে ।হেলপ্লাইন ফোন করলেই আক্রান্ত ব্যাক্তি কাউন্সিলিংয়ের চিকিৎসার পরামর্শ পাবেন। বিশেষ সূত্রে জানা যায় জেলাশাসক স্মিতা পান্ডে বললেন জেলার চারটি সেফহোম চালুর জন্য পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়েছিল। আশা করছি খুব দ্রুত জেলার বাকি সেফহোম গুলি দ্রুত চালু করতে পারা যাবে। জেলা প্রশাসন সূত্রে খবর জেলার সংক্রামন সংখ্যা বাড়লেও সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে কোনো ভাবে সচেতনতা দেখা যাচ্ছে না। বেশিরভাগ মানুষ করোণ পরীক্ষা একদমই আগ্রহী দেখাচ্ছেন না, অথচ করোনার টিকা নেওয়ার জন্য ভিড় বাড়ছে স্বাস্থ্যকেন্দ্রে। সূত্রের খবর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায় বললেন আগামী সোমবার থেকে সেফহোম গুলি চালু করার চেষ্টা চলছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে আরো বেশি সংখ্যক করোনা টিকা সরবরাহ করার জন্য আবেদন করছি।
No comments