প্রত্যেক বছর মতোই এবছর ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব জেলা ৩২২সি ১ হলদিয়া ফ্র্যাটারনিটি উদ্যোগে হলদিয়া ল্যান্ডমার্ক হোটেলে বসন্ত উৎসব সূচনা করেন জেলা গভর্নর উদয় শংকর সাহু। তিনি এ বছরের জেলার ডাইরি প্রকাশ করে তিনি বললেন কোভিড১…
প্রত্যেক বছর মতোই এবছর ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব জেলা ৩২২সি ১ হলদিয়া ফ্র্যাটারনিটি উদ্যোগে হলদিয়া ল্যান্ডমার্ক হোটেলে বসন্ত উৎসব সূচনা করেন জেলা গভর্নর উদয় শংকর সাহু। তিনি এ বছরের জেলার ডাইরি প্রকাশ করে তিনি বললেন কোভিড১৯ সময় ক্লাব সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন ।কোভিড নাইনটিন প্রথম পর্যায়ে আমরা জয় করেছি দ্বিতীয় ঢেউ আবার এসেছে আমাদের মোকাবেলা করতে হবে। আমাদের সকল সদস্য মাঠে নেমে অসহায় মানুষের পাশে খাদ্য, বস্ত্র নিয়ে যেমন দাঁড়ায় কোভিড নাইনের সময় স্যানিটাইজার ,মাক্স নিয়ে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে বিতরণ করেছি। ক্লাবের সকল সদস্যদের নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে ২৪ ঘন্টা কাজ করে আসছেন।
জেলা কমিটির সদস্য লায়ন তাপস মাইতি বললেন কোভিড নাইনটিন২০২০ আমরা সকলেই সাধারণ মানুষের পাশে যেমন ছিলাম কোভিড নাইনের দ্বিতীয় ঢেউ আসছে আমরা সকল সদস্যদের নিয়ে কোভিড নাইনের দ্বিতীয় ঢেউ জয় করবোই। বসন্ত উৎসবের আহ্বায়ক শেখ মজাফফর বললেন ক্লাবের সকল সদস্যরা সারাবছর ২৪ ঘন্টা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেন ।কিছুটা সময় সকল বন্ধুদের সাথে
একত্রিত হওয়ার একটি প্রয়াস নেওয়া হয়েছে। লায়ন্স ক্লাব সহমর্মিতা মধ্য দিয়ে ইন্টারন্যাশনাল ক্লাবে পরিণত হয়েছেন। সকলের একত্রিত হয়ে কাজ করার জন্যই আমাদের প্রয়াস। আজ নাচে-গানে রঙে পুরোটাই রঙিন হওয়ার জন্যই আমরা কিছুটা সময় সকলের সাথে আনন্দ ভোগ করার জন্য আমরা মিলিত হয়েছি। আমরা সকলের সাথে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার যেমন করেছি। সকল বন্ধুদের একত্রিত হয়ে মত বিনিময় করার জন্য আজ এই বসন্তের বসন্ত উৎসবে মিলিত হয়েছি।৩২২সি ১ হলদিয়া ফ্র্যাটারনিটি সদস্য অরুণ কুমার সামন্ত উপস্থিত ছিলেন হলদিয়া ফ্র্যাটারনিটি চেয়ারম্যান উত্তম কুমার জানা প্রমূখ।
No comments