Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তিলোত্তমা পুষ্পিতা চট্টোপাধ্যায়

সামনে তোমার সাদা ক্যানভাস
প্রস্তুত হও শিল্পী
তুলি তোলো হাতে
তিল তিল করে নিজের হাতে
সৃষ্টি করো তোমার প্রিয়তমা কে।
তুলির আঁচড়ে নিখাদ ভালবাসা ঢালো
যেখানে যতটা যোগ্য।দীঘল চোখের পাতায় ঝিরিঝিরি ঝরনা টানো
তারায় ছুঁয়ে দাও
অতলান্ত নীলি…

 






সামনে তোমার সাদা ক্যানভাস
প্রস্তুত হও শিল্পী
তুলি তোলো হাতে
তিল তিল করে নিজের হাতে
সৃষ্টি করো তোমার প্রিয়তমা কে।
তুলির আঁচড়ে নিখাদ ভালবাসা ঢালো
যেখানে যতটা যোগ্য।

দীঘল চোখের পাতায় ঝিরিঝিরি ঝরনা টানো
তারায় ছুঁয়ে দাও
অতলান্ত নীলিমার দিগন্তভেদী ভঙ্গীমা
ঐ চোখেই মেঘ এঁকে দাও বৃষ্টি নামবে বলে !

বাঁশির মতো নাকে অনুরাগের কুঞ্চন
গালের আভায় আবেগের চঞ্চলতা
ঠোঁটে দাও কামনার দুরন্ত ইঙ্গিত !

উন্নত বুক থেকে নেমে জানুদেশের মোহনায় খেলিয়ে দাও বঙ্গোপসাগরের উল্লসিত উথালপাথাল ঢেউ
নাভিমূলের গভীরতায়
মানসসরোবরের সদ্যফোটা নীলকমল
ফুটিয়ে তোলো গোপন মনের মাধুরি মিশিয়ে

পায়ের পাতার শান্ত তীরে
নাম না জা,,,,,

না দীঘির রক্ত পদ্ম
এঁকে দাও সযত্নে অলক্ত পাপড়ি ফুটিয়ে।

বাঃ অপূর্ব তোমার সৃষ্টি !

এইবার তিলোত্তমা কে
আবরণে আভরণে সাজিয়ে তোলো নিখুঁত নিখাদ।
প্রতিষ্ঠা করো প্রাণ !

বাঃ অপূর্ব তোমার সৃষ্টি!

এগিয়ে যাও স্রষ্টা,
ওকে বুকের মাঝে ধরো!
তোমার তিলোত্তমা কে !






No comments