করোনার দ্বিতীয় ঢেউ মাথাচাড়া দিয়েছে তাই সতর্ক বিধি জেলা প্রশাসনের উদ্যোগে যেমন নেওয়া হয়েছে হলদিয়া বেসরকারি শপিংমলে সেই বিধি মেনে চলার আহ্বান জানালেন শপিং মলের অন্যতম কর্ণধার পার্থ দেবদাস।
করোণা আক্রান্তের সংখ্যা বাড়ছে এখনো …
করোনার দ্বিতীয় ঢেউ মাথাচাড়া দিয়েছে তাই সতর্ক বিধি জেলা প্রশাসনের উদ্যোগে যেমন নেওয়া হয়েছে হলদিয়া বেসরকারি শপিংমলে সেই বিধি মেনে চলার আহ্বান জানালেন শপিং মলের অন্যতম কর্ণধার পার্থ দেবদাস।
করোণা আক্রান্তের সংখ্যা বাড়ছে এখনো পর্যন্ত মানুষের বাইরে বেরোনোর বিষয়ে কোনো বিধিনিষেধ করা হয়নি প্রশাসন বা সরকারের তরফে। সেজন্য মলে কেনাকাটা করতে মানুষ আসছেন। মানুষের স্বার্থরক্ষার কথা মাথায় রেখেই একাধিক নিয়মবিধি চালু হয়েছে। শপিংমলে ঢোকার মুখে থার্মস্ক্যান মাধ্যমে তাদের শারীরিক তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে, রয়েছে স্যানিটাইজার দেওয়ার ব্যবস্থা। প্রত্যেকের ক্ষেত্রে বাধ্যতা মূলক করা হয়েছে। শারীরিক দূরত্ব বৃদ্ধি যাতে বজায় থাকে সে জন্য নির্দিষ্ট দূরত্ব সাদা রং দিয়ে গোল দাগ কাটা হয়েছে। মল চত্বরে প্রতি দুই ঘণ্টা অন্তর স্যানিটাইজার করা হচ্ছে। লিফট থেকে বেরিয়ে মানুষ যাতে হাত স্যানিটাইজার করতে পারেন সেজন্য লিফটের পাশেই স্যানিটাইজার রাখা হয়েছে।
ঠিক এর বছর আগের মতই এবারও পোশাকগুলো অনলাইনে পোশাক বিক্রি শুরু করেছে। হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে তাদের পছন্দ মত পোশাক দেখিয়ে তাদের বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। স্টোর ম্যানেজার জানালেন ভিড় এড়াতে অনলাইনে কেনাকাটার জোর দেওয়া হয়েছে এতে মানুষ পোশাক যেমন কেনাকাটা করতে পারছেন তেমনি বাইরে বেরোনোর অপ্রয়োজনে বাড়ির বাহিরে যাচ্ছে না তবে ভিডিও কলের মাধ্যমে নববর্ষের নতুন পোশাক অনেকেই কিনেছে। এটা ভালো উদ্যোগ সকলেরই উচিত খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর একটি বেসরকারী মলের ইনচার্জ বললেন মলে আসা ক্রেতা রা যাতে সঠিকভাবে মেনে চলেন সেদিকে কড়া নজর রাখা হয়েছে ।মাক্স পডরে মলে ঢোকা বাধ্যতামূলক করা হয়েছে। যতক্ষণ মল খোলা থাকছে সকলে করোনা বিধি মানছে কি না সিসিটিভি মাধ্যমে দিয়ে নজরদারি করা হচ্ছে।
No comments