Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিশ্ব ঐতিহ্য দিবসে করোনা সচেতন করেন শিক্ষিকা দুর্গা রানী

পূর্ব মেদিনীপুর জেলার নারান্দা  নিউ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শিক্ষারত্ন শ্রীমতি দুর্গা রানী দে, করোনা সচেতনতা নিয়ে মাতা অভিভাবিকা এলাকাবাসীদের বিশেষ অভিযান করেন। উপলক্ষে অভিভাবিকা দের সভা ছাড়াও, এলাকার মানুষজন এর মধ্যে মাস…

 




পূর্ব মেদিনীপুর জেলার নারান্দা  নিউ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শিক্ষারত্ন শ্রীমতি দুর্গা রানী দে, করোনা সচেতনতা নিয়ে মাতা অভিভাবিকা এলাকাবাসীদের বিশেষ অভিযান করেন। উপলক্ষে অভিভাবিকা দের সভা ছাড়াও, এলাকার মানুষজন এর মধ্যে মাস্ক ব্যবহার সাবান দিয়ে হাত ধোয়া হাঁচি কাশি হতে দূরে থাকা, অফ থুতু বাসস্থানের জায়গায় না ফেলা, ছ ফুট দূরত্বে বিধি বজায় রাখা এবং সকলকে




টিকাকরনের জন্য অনুরোধ জানান ও সতর্কীকরণ করেন। এছাড়াও তিনি নিজ বিদ্যালয়ের পক্ষ থেকে ও সুচেতনা সায়েন্স ক্লাবের কো-অর্ডিনেটর হিসাবে এলাকাবাসীদের মধ্যে ১৮ ই এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস প্রসঙ্গে ভারতীয় সৌধ গুলি যথা তাজমহল কুতুব মিনার ভিক্টোরিয়া মেমোরিয়াল ইত্যাদির ঐতিহ্য ও তাদের রক্ষনাবেক্ষন এবং সেইসঙ্গে নিজের নিজের এলাকার সৌধ গুলির রক্ষণাবেক্ষণ নিয়ে সতর্কীকরণ করেন। এই লক্ষ্যে তিনি বিশ্বের বিভিন্ন সৌধ নিয়ে আলোচনা করেন, এবং আইফেল টাওয়ারের প্রতিকৃতি মডেল প্রদর্শন করেন সকলের আগ্রহ সন্চারের জন্য। এরপর তিনি হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর জন্ম দিবস সশ্রদ্ধভাবে উদযাপন করেন এবং তার জীবনী কুসংস্কারমুক্ত বিজ্ঞান চেতনা সম্পন্ন ছাত্র সমাজ গড়াতে তার সংগ্রাম নিয়ে আলোচনা করেন। এই সঙ্গে বালিকা শিশুকন্যাদের ও পুত্র সন্তানদের মত শিক্ষা সমাপন অন্তে স্বাবলম্বী হওয়ার পর  একটু বেশি বয়সে বিবাহ দেওয়ার বিষয়ে আলোচনা করেন। উপস্থিত অভিভাবিকা, এলাকাবাসী সকলে এলাকার উন্নয়নের জন্য শিক্ষা স্বাস্থ্য পরিছন্নতা এবং বালিকা শিশুদের বেশি বয়সে বিবাহ দেওয়ায়,তার অক্লান্ত প্রচেষ্টার জন্য তাকে হৃদয়ের ধন্যবাদ অর্পণ করেন। আনন্দঘন পরিবেশের মধ্যে নববর্ষের প্রাক্কালে বিশেষ করণা সচেতনতায় অভিযান এবং বিজ্ঞানমনস্কতা ও চেতনা সম্পন্ন সমাজ গড়ার কর্মসূচি সম্পন্ন হয়। অভিভাবিকা মাতা ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় আইসিডিএস কর্মী ও প্রাক্তন মেধাবী ছাত্রী সাহেবা খাতুন ও আরজিনা খাতুন ও বিজ্ঞান ক্লাবের সদস্য বৃন্দ , স্বয়ংবর গোষ্ঠীর সদস্য বৃন্দা ও এলাকাবাসী গন। ধাপে ধাপে শিক্ষিকার এই সচেতনতা অভিযান সম্পন্ন হয় দূরত্ব বিধি রক্ষা করে।


করোনা সচেতনতা অভিযান, বিশ্ব ঐতিহ্য দিবস উদযাপন এবং হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর জন্ম দিবস উদযাপন ও সার্বিক সামাজিক স্বাস্থ্য সচেতনতা অভিযান পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এক নম্বর চক্রের শিক্ষিকা শ্রীমতি দুর্গা রাণী দে কর্তৃক‌ সম্পন্ন হয়। একই অনুষ্ঠানে মাতা এবং অভিভাবিকা সকলকে শিক্ষা সম্পর্কিত নির্দেশনা ও অনুপ্রেরণা দেওয়া হয় এবং ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন পত্র জমা নেওয়ার কর্মসূচিও সম্পন্ন করা হয়। ছাত্র-ছাত্রীদের মূল্যবোধ যুক্ত সুনাগরিক করে গড়ে তোলার অক্লান্ত পথ সংগ্রামে সকলকে একত্রিত হয়ে আন্তরিকভাবে সামিল হওয়ার জন্য অনুরোধ ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করেন। এছাড়া ছাত্র-ছাত্রীদের সুন্দর ভবিষ্যতের জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন।




No comments