Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

একলা লড়াই ============শুভ্রা

প্রতিদিনই মরছি কেবল পুড়ছি যেন ভেতর থেকে ,কি হবে ছাই বুঝছি নাকো আতঙ্কটাই যাচ্ছি এঁকে ।একটু কাশি হলেই পরে দেখছি গায়ে তাপটা কত ,গলাটাতে করলে ব্যথা ভাবছি করোনা এলো না তো ।ভয়ে ভয়ে মরছি শুধু তবু, মরতে কেন ভয় জানি না, আসলে , মরতে চাই রা…

 





প্রতিদিনই মরছি কেবল 

পুড়ছি যেন ভেতর থেকে ,

কি হবে ছাই বুঝছি নাকো 

আতঙ্কটাই যাচ্ছি এঁকে ।

একটু কাশি হলেই পরে 

দেখছি গায়ে তাপটা কত ,

গলাটাতে করলে ব্যথা 

ভাবছি করোনা এলো না তো ।

ভয়ে ভয়ে মরছি শুধু 

তবু, মরতে কেন ভয় জানি না, 

আসলে , মরতে চাই রাজার মতো 

করোনাতে-- মোটেও না ।

যতই মন ছুটে বেড়াক

থাকছি আমি ঘরের ভেতর, 

নিজেকে বন্দী করে 

রাক্ষসীর এড়িয়ে নজর।

জনারন্য স্তব্ধ এখন 

মিলিয়ে গেছে মুখের হাসি, 

আতঙ্কে প্রাণ ওষ্ঠাগত 

হারিয়ে যাচ্ছে যত খুশি ।

মুখোশে মুখ ঢাকছে মানুষ 

বাঁধছে না আর আলিঙ্গনে, 

হাত মেলাতে শঙ্কা এখন 

দুরত্ব আজ জনে জনে ।

স্কুল কলেজ বন্ধ যে সব

লকডাউনে সবই অচল ,

রাজনীতি কে দেখিয়ে দিল

করোনা--সে কত সফল ।

শেয়ারবাজার নিম্নগামী 

মন্দা গোটা বিশ্ব জুড়ে, 

জিডিপি কোথায় যাবে 

কর্মহীন হাহাকারে ।

বিজ্ঞানীরা মন দিয়েছে 

প্রতিষেধক আবিষ্কারে ,

ডাক্তারেরা প্রাণ ঢেলেছে 

মহামারী প্রতিকারে ।

ধর্মালয়ে বন্ধ দুয়ার 

ভক্তের নাই আনাগোনা, 

ধর্ম থাকুক নিজের নিজের  

করোনা কোনও বিভেদ করে না ।

বিশ্ব জুড়ে মৃত্যু মিছিল

বাড়ছে কেবল পাল্লা দিয়ে, 

একলা লড়াই লড়ছে মানুষ 

জয়ের আশা বুকে নিয়ে । ।





No comments