Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

"টরে-টক্কা" শান্তা লতা বিশই সাহা

"টরে-টক্কা" টক্ টক্ টক্-কয়েকটা অক্ষরের বুনন মাত্র,সামান‍্য কয়েকটা শব্দের বিনিময়ে বিশাল ব‍্যপ্তির সমারোহ।আলো, তখন মাত্র তেরো পেরনো ক্লাস নাইন।আলোক, ডাগর স্নিগ্ধ চোখ- দূরন্ত জ্ঞানভাণ্ডারে পূর্ণ -গরীব মেধাবী ছাত্র,এককথায় স…

 





"টরে-টক্কা" টক্ টক্ টক্-

কয়েকটা অক্ষরের বুনন মাত্র,

সামান‍্য কয়েকটা শব্দের বিনিময়ে

 বিশাল ব‍্যপ্তির সমারোহ।

আলো, তখন মাত্র তেরো পেরনো ক্লাস নাইন।

আলোক, ডাগর স্নিগ্ধ চোখ-

 দূরন্ত জ্ঞানভাণ্ডারে পূর্ণ -

গরীব মেধাবী ছাত্র,

এককথায় সে অনন‍্য।

রুজির প্রয়োজনে মণিমুক্তোর কাজে-

 সে গেল সুরাটে।

যোগাযোগ মাঝেমধ‍্যে চিঠিতে,

দিন চলে এমনিভাবেই।

হঠাৎ বাবার টেলিগ্রাম-,"কামিং"

আমরা হতবাক! 

তবে বাবার সাথে সে আসবে ভেবে-

আলো নিজের অজান্তে-

 নিষিদ্ধ কুমারী মনে-

যে সুন্দর জীবন্ত কুঁড়ির জন্ম দিয়েছিল,

সেই রঙিন ভালোবাসার ডানায় ভর করে-

 মনের ফুটন্ত বাগানে করেছিল দাপাদাপি।

আজ টেলিগ্রাম পেয়ে-

 মনের কোণে লুকিয়ে থাকা জীবন্ত কুঁড়ি প্রস্ফুটিত হয়েছে,

আনন্দে আবেগে সোহাগে-

 সে কি প্রাণবন্ত উন্মাদনা!

 নিজেকে সাজিয়েছে অধরা মাধুরীতে।

বাবা ফিরলেন একা,

 আলোক হারিয়ে গেছে চিরতরে,

আলোর জীবননদী ঠেউ'এর আঘাতে আছড়ে পড়ল,

যেন কোন বিরাট বেদনার দৈত‍্য গ্রাস করেছে-

দূরন্ত টপটপ ভেসে যাওয়া-

ঝড়ে ভেঙ্গে যাওয়া কোন শনশন শব্দে-

সব যেন ওলট-পালট হয়ে যাওয়া 

"টরে-টক্কা"র ঐ একটা মাত্র শব্দে-"কামিং"।





No comments