Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া করোনার থাবায় মৃত ১

ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/oUqj8L_kBPs
প্রতিনিয়তই করোনা সংখ্যা বাড়ছে পূর্ব মেদিনীপুর জেলা সহ হলদিয়া বন্দর নগরী মানুষ এখন সচেতন নেই যদিও তমলুক হলদিয়া পৌরসভা সিদ্ধান্ত নিয়েছেন মাক্স পরা বাধ্যতামূলক নাহল জরিমানা হবে…

 


ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/oUqj8L_kBPs


প্রতিনিয়তই করোনা সংখ্যা বাড়ছে পূর্ব মেদিনীপুর জেলা সহ হলদিয়া বন্দর নগরী মানুষ এখন সচেতন নেই যদিও তমলুক হলদিয়া পৌরসভা সিদ্ধান্ত নিয়েছেন মাক্স পরা বাধ্যতামূলক নাহল জরিমানা হবে কিন্তু মানুষ সচেতন হয়নি সচেতন অভাবেই ছড়িয়ে পড়ছে করোনার দ্বিতীয় ঢেউ


এই মুহূর্তে হলদিয়া এলাকা ভ্যাকসিনের আকাল পড়েছে করোনা ভ্যাকসিন না থাকার জন্য মানুষ যেমন হচ্ছে তেমনি ভাবে এখনো বাজার দোকানপাট মানুষ সচেতন না হয়েই মাক্স না পড়েই ঘুরে বেড়াচ্ছে গত কয়েকদিন আগেই সুতাহাটা থানার অন্তর্গত চৈতন্যপুর পঞ্চায়েত এলাকা মনিরামপুর গ্রামে মধুসূদন গাতাইত বয়স ৪৫ পিতা লক্ষীকান্ত করোনায় আক্রান্ত হন। তাকে হোম আইসোলসন রাখা  হয়েছিলেন।

কিন্তু আজ সকালে তিনি পরলোকগমন করেছেন তার মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য পড়েছে।অশোক কুমার মিশ্র বললেন জেলা স্বাস্থ্য দপ্তর প্রশাসনিক সহযোগিতা নিয়ে তার পরিবারের লোকেরা পিঁপি পরে তাকে তার নিজের জায়গায় সমাধি করলেন। এখনো মানুষ সচেতন নেই চৈতন্যপুর, সুতাহাটা, টাউনশিপ বিভিন্ন এলাকায় মাক্স না পরে ঘুরে বেড়াচ্ছে। মাক্স  সকলেরই পড়া দরকার মাক্স পরে আমরা করোনার প্রথম ঢেউ যেমন প্রতিরোধ করেছিলাম দ্বিতীয় ঢেউ কে আমাদের  প্রতিহত করতেই হবে। সেই সংকল্প নিয়ে আমাদের হাঁটতে হবে।

No comments