Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে কোভিড ১৯ প্রচার

করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার দেশবাসী। বাদ নেই পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা।  সংক্রমণে প্রতিদিন নতুন রেকর্ড গড়ছে ভারত। । হাসপাতালগুলিতে অক্সিজেনের চাহিদা তুঙ্গে। অপরদিকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে শেষ দুই দফা ভোট এখনো বাক…

 



করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার দেশবাসী। বাদ নেই পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা।  সংক্রমণে প্রতিদিন নতুন রেকর্ড গড়ছে ভারত। । হাসপাতালগুলিতে অক্সিজেনের চাহিদা তুঙ্গে। অপরদিকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে শেষ দুই দফা ভোট এখনো বাকি। করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। সেই সংক্রমণ রোধে সরকারী বেসরকারী নানানভাবে চলছে স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি। সেইমতো রবিবার সকালে লিফলেট বিলি ও মাস্ক প্রদানের মধ্য দিয়ে কেশিয়াড়ীতে প্রচার চালালো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। এদিন সকাল থেকেই কেশিয়াড়ী বাজার এলাকায় পথচলতি মানুষকে মাস্ক প্রদান করা হয় কেশিয়াড়ী বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে। মাস্ক পরে বাইরে বেরোনো, স্যানিটাইজার ব্যবহার করা, অবাঞ্ছিত ভিড় এড়ানো প্রভৃতি বিষয়ে একটি সচেতনতামূলক লিফলেট বিলি করা হয় এদিন। বয়সের গন্ডি তুলে দিয়ে সবাইকে প্রতিষেধক দেওয়া, পরীক্ষার সংখ্যা বাড়িয়ে উপসর্গহীন ও উপসর্গযুক্তদের চিহ্নিত করা, ডাক্তার নার্স সহ স্বাস্থ্য কর্মীদের সুরক্ষা দেওয়া, স্টেশন সহ বাজার এলাকা জীবাণুমুক্ত করা সহ ১২ দফা দাবী জানানো হয়েছে বিজ্ঞান সংগঠনটির পক্ষ থেকে।

No comments