Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রথম ভারতীয় হিসাবে নোবেল পুরস্কার পেতে পারতেন কিশোরীমোহন

কে জানে হয়তো তিনিই প্রথম ভারতীয় হিসাবে নোবেল পুরস্কার পেতে পারতেন৷ বিস্মৃতির অতল থেকে  হয়তো প্রাতঃস্মরণীয় হয়ে উঠতে পারতেন৷ কিন্তু যা পাওয়া বা অংশীদার হওয়ার হক তাঁর ছিল, তা তিনি পাননি৷ আর হয়তো যথাযোগ্য স্বীকৃতি পাননি বলেই, তাঁকে আ…

 





কে জানে হয়তো তিনিই প্রথম ভারতীয় হিসাবে নোবেল পুরস্কার পেতে পারতেন৷ বিস্মৃতির অতল থেকে  হয়তো প্রাতঃস্মরণীয় হয়ে উঠতে পারতেন৷ কিন্তু যা পাওয়া বা অংশীদার হওয়ার হক তাঁর ছিল, তা তিনি পাননি৷ আর হয়তো যথাযোগ্য স্বীকৃতি পাননি বলেই, তাঁকে আমরা ভুলে গেছি৷ বলছি কিশোরীমোহন বন্দ্যোপাধ্যায়ের( ১৮৭৭-১৯২৯)কথা৷ তাঁর নামই বা ক'জন শুনেছেন সে ব্যাপারেও সন্দেহ আছে৷ পৃথিবীজুড়ে আজ ২৫ শে এপ্রিল যখন বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হচ্ছে, তখনই বোধ হয়, তাঁকে স্মরণ করা উচিৎ৷  ম্যালেরিয়ার জীবানু চিহ্নিত করার জন্য রোনাল্ড রসকে সব কৃতিত্ব দেওয়া হয় এবং নোবেল পুরস্কার দেওয়া হয় ৷ কিন্তু  কোলকাতার পি জি হাসপাতাল ও হুগলীর মহানাদে ম্যালেরিয়া চিকিৎসা কেন্দ্রে, তাঁর সহকারী হিসাবে গবেষক কিশোরীমোহনের অবদান কিছু কম ছিল না৷ প্রেসিডেন্সী কলেজের মেধাবী এই বিজ্ঞান স্নাতককে রোনাল্ড রস নিজেই বেছে নেন৷ কিন্তু নোবেলের জন্য তাঁর নেটিভ সহকারীর নামও যে মনোনীত হওয়া দরকার শ্বেতাঙ্গ প্রভুত্বের স্বাভাবিক ঔদ্ধত্যে রোনাল্ড রস তা ভুলে যান ৷ ফলে ১৯০২ সালে রস নোবেল পেলেও, বিজ্ঞানী কিশোরীমোহন থেকে যান পাদপ্রদীপের আলোর বাইরে৷ তবে ১৯০৩ সালে রাজা সপ্তম এডোয়ার্ডের নামাঙ্কিত স্বর্ণপদক তাঁকে দিয়ে  কিছুটা পাপস্খালনের চেষ্টা হয়৷ The Calcutta Chromosome  উপন্যাসে লেখক অমিতাভ ঘোষ কিশোরীমোহনের চরিত্র আঁকলেও, গড়পড়তা বাঙালি তাঁকে ভুলেই গেছে৷ এমনকি তাঁর জন্মস্থান পাণিহাটিতে একটি রাস্তার নাম ছাড়া তাঁর কোনো চিহ্ন পর্যন্ত নেই৷ কিন্তু লন্ডন স্কুল অফ ইকনোমিক্সের জগৎবিখ্যাত জার্নালে দুই বিশিষ্ট বিজ্ঞানী কিশোরীমোহনের কৃতিত্ব মেনে, তাঁর বঞ্চনার কথা স্বীকার করেছেন৷ আজকের দিনে বিশিষ্ট এই বাঙালি বিজ্ঞানীকে আনত শ্রদ্ধায় স্মরণ করি !

No comments