রচনা : দেবাশিস পাহাড়ী স্কেচ : সুদেষ্ণা পাহাড়ী
দেশেগাঁয়ে কত নদীবয়ে চলে নিরবধি দাঁড়াবার ফুরসৎ নাই -শীতল প্রবাহ ঢেলেস্নেহঘন ছায়া মেলে যুগে যুগে দিয়ে গেছে ঠাঁই।
নাওয়া খাওয়া চাষবাসনদী যেন প্রশ্বাস নদ…
রচনা : দেবাশিস পাহাড়ী
স্কেচ : সুদেষ্ণা পাহাড়ী
দেশেগাঁয়ে কত নদী
বয়ে চলে নিরবধি
দাঁড়াবার ফুরসৎ নাই -
শীতল প্রবাহ ঢেলে
স্নেহঘন ছায়া মেলে
যুগে যুগে দিয়ে গেছে ঠাঁই।
নাওয়া খাওয়া চাষবাস
নদী যেন প্রশ্বাস
নদী পাড়ে সভ্যতা গড়ে ..
ছলছল কলকল
নদীপথে চলাচল
যোগ হয় নগর-শহরে।
নদীকে পড়শি মেনে
নিতে হবে কাছে টেনে
নদী জীবনের রূপকার-
তবু যদি অবহেলে
নদ-নদী দিই ঠেলে
সেই ক্ষতি তখন সবার।
নদীতে নোংরা ফেলি
তার পাশে ঘর তুলি
ছাইপাঁশ ছুঁড়ি নদীজলে-
দূষণে পূর্ণ করে
ধীর পায়ে যাই সরে
ধ্বংসের দিকে পলে পলে।
যেদিকে তাকাই জল
মনে জাগে কোলাহল
খোলামেলা আকাশের তলে-
ভরাডুবি এরপর
ভূ গর্ভে জলস্তর
ধীরে ধীরে নীচে নেমে চলে।
আর নয় জল ফেলা
আর নয় অবহেলা
শিশুপাঠ চাই ক্লাশরুমে...
অতি দুঃখের কথা
নেই কোন মাথাব্যথা
এখনও কাটাব শীতঘুমে!!!
No comments