Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিশ্ব জল দিবস উদযাপন

22 শে মার্চ 2021, বিশ্ব জল দিবস উপলক্ষে আমার দেশবাসী এবং পুণ্যভূমি কর্মক্ষেত্র পাঁশকুড়া র সকল  সচেতন জনগণ এবং সম্মানীয়  সমাজসেবক গণের প্রতি  পানীয় জল সুরক্ষা, জল দূষণ রোধ করা এবং বৃষ্টির জলের উপযুক্ত ব্যবহার করার জন্য বিশেষ আব…

 




22 শে মার্চ 2021, বিশ্ব জল দিবস উপলক্ষে আমার দেশবাসী এবং পুণ্যভূমি কর্মক্ষেত্র পাঁশকুড়া র সকল  সচেতন জনগণ এবং সম্মানীয়  সমাজসেবক গণের প্রতি  পানীয় জল সুরক্ষা, জল দূষণ রোধ করা এবং বৃষ্টির জলের উপযুক্ত ব্যবহার করার জন্য বিশেষ আবেদন  জানাই ।জীবজগতের অস্তিত্ব অক্ষুণ্ন রাখার প্রচেষ্টায় জলকে  দূষিত হতে না দেওয়া এবং দূষণমুক্ত করার জন্য বিশেষ সচেতনতার প্রয়োজন। সেইসঙ্গে বৃষ্টির জল কে ধরে রেখে পুনরায় কাজের উপযোগী করে ব্যবহার করার জন্য উপযুক্ত পরিকল্পনামাফিক ব্যবস্থা গ্রহণ , পানীয় জল কে সুরক্ষা  এবং জলের অপচয় রোধ করার জন্য বিশেষ অনুরোধ জানালাম যাতে  মানব ও সমস্ত জীবকুল কে সংকট হতে রক্ষা করা যায় এবং জলের অপচয় রোধ করা যায়। যেহেতু আমাদের পানীয় জলের পরিমাণ সীমিত তাই পানীয় জলের উপযুক্ত রক্ষণাবেক্ষণ প্রয়োজন। এই উপলক্ষে আমাদের নিকট পরিবেশের জনগনের আশা-আকাঙ্খার প্রতীক পৌরসভা এবং পঞ্চায়েত গুলিকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষ অনুরোধ জানাইলাম । সেইসঙ্গে এই উপলক্ষে জনসচেতনতার বার্তা সকলের কাছে পৌঁছে দেয়ার জন্য উপযুক্ত ভূমিকা গ্রহণের জন্য বিশেষ অনুরোধ জানাই। আমার  পূণ্যভূমি কর্মক্ষেত্র পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পৌরসভার পানীয় জলের ট্যাপ গুলি উপযুক্ত রক্ষণাবেক্ষণের জন্য আমাদের সকলের প্রিয় পৌরসভার কর্তৃত্বকে বিশেষ যত্নবান হতে অনুরোধ জানাই , যাতে স্থানীয় জনসাধারণকে সজাগ করে পানীয় জলের ট্যাপ কল গুলি হতে অপচয় রোধ করা যায় এবং নিরবিচ্ছিন্নভাবে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা যায়। এই বিষয়ে সম্মানীয় সকলকে পৌরসভার  সঙ্গে যোগাযোগ করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার বিশেষ অনুরোধ জানানো হল। এই বার্তা পঞ্চায়েত এবং অন্যান্য এলাকাগুলিতে সম্প্রসারণের জন্য ও বিশেষ অনুরোধ জানানো হল যা হতে সকলে দূষণমুক্ত বিশুদ্ধ পানীয় জল পেতে পারেন এবং জলের অপচয় রোধ করা যায়।।   নিবেদনে  দুর্গারানী দে, শিক্ষারত্ন, পশ্চিমবঙ্গ সরকার। শিক্ষিকা, নারান্দা নিউ প্রাথমিক বিদ্যালয় , পাঁশকুড়া এক চক্র পূর্ব মেদিনীপুর। কোঅর্ডিনেটর সুচেতনা সায়েন্স ক্লাব, বিজ্ঞান প্রসার, অ্যাফিলিয়েটেড  টু ভিআইপি নেট, ভারত সরকার।


No comments