কাঁথি তিন নম্বর ব্লকের অন্তর্গত কুসুমপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীসভা হয় ভেকুটিয়া গ্রামে ,দক্ষিণ কাঁথি বিধানসভার অন্তর্গত কুসুম পুর অঞ্চল, এই কর্মীসভায় উপস্থিত ছিলেন দক্ষিণ কাঁথি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক …
কাঁথি তিন নম্বর ব্লকের অন্তর্গত কুসুমপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীসভা হয় ভেকুটিয়া গ্রামে ,দক্ষিণ কাঁথি বিধানসভার অন্তর্গত কুসুম পুর অঞ্চল, এই কর্মীসভায় উপস্থিত ছিলেন দক্ষিণ কাঁথি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক জ্যোতির্ময় কর মহাশয়, কাঁথি তিন নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি নন্দ দুলাল মাইতি, সহ-সভাপতি বিকাশ বেজ, মহিলা নেত্রী মিতা রানী সাহু, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটির সদস্য আবেদ আলী খান, জেলা পরিষদের কো মেন্টর হাবিবুর রহমান, কুসুমপুর অঞ্চলের প্রধান অখিলেশ পন্ডা ,উপপ্রধান রূপসানা বিবি, তৃণমূল নেতা হরি সাধন দাস অধিকারী, মানিক ঘোড়াই, যুবনেতা পার্থ মণ্ডল এবং রাজিব বর প্রমূখ, আজকের এই মিটিংয়ে প্রায় দেড় হাজারের মতো লোক হয়েছিল ,মহিলাদের সংখ্যা সবথেকে বেশি ছিল, পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুসুমপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমল শাসমল, দক্ষিণ কাঁথি বিধানসভার প্রার্থী অধ্যাপক জ্যোতির্ময় কর মহাশয় বলেন নেত্রী আমাকে এখানে প্রার্থী করেছেন , আমাকে কেউ কিনতে পারবে না আলাদা কারো মতন, তৃতীয়বারের জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে এই শপথ নিয়ে সবাইকে ভোট দিতে হবে তৃণমূল কংগ্রেস কে।
No comments