মমতা আসার আগে নন্দীগ্রামে পোস্টার ঘিরে চাঞ্চল্য পত্রিকা প্রতিনিধিঃ নন্দীগ্রামে মাটিতে মঙ্গলবার দুপুর ৩টায় পা রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগে পোস্টার আর ব্যানারে ছেয়ে গিয়েছে নন্দীগ্রামে। সেখানে বলা হয়ে…
মমতা আসার আগে নন্দীগ্রামে পোস্টার ঘিরে চাঞ্চল্য
পত্রিকা প্রতিনিধিঃ নন্দীগ্রামে মাটিতে মঙ্গলবার দুপুর ৩টায় পা রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগে পোস্টার আর ব্যানারে ছেয়ে গিয়েছে নন্দীগ্রামে। সেখানে বলা হয়েছে নন্দীগ্রাম মেদিনীপুরের ভূমিপুত্রকে চায়, কোনও বহিরাগতকে নয়।
এদিকে মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম যাওয়ার আগে, বিতর্কিত পোস্টার পড়েছে নন্দীগ্রাম জুড়ে। সেই পোস্টারে বলা হয়েছে, নন্দীগ্রাম মেদিনীপুরের ভূমিপুত্রকে চায়, কোনও বহিরাগতকে নয়। জনবহুল এলাকাগুলিতে এই পোস্টার দেওয়া হয়েছে। প্রসঙ্গত শুভেন্দু অধিকারী এই মুহুর্তে নন্দীগ্রামের ভোটার। তিনি এবার নন্দীগ্রাম থেকে বিজেপির প্রার্থী। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের ভোটার। নন্দীগ্রামে নিজের সমাবেশ থেকে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিরাগত বলে আক্রমণ করেছিলেন। সাধারণ মানুষ এর জবাব দেবেন, বলা হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে।
No comments