পূর্বমেদিনীপুর জেলা এখন রাজ্য রাজনীতির কেন্দ্র বিন্দু । আর অধিকারী গড়ের খাস তালুক অর্থ্যাৎ কাঁথির আলাদা গুরুত্ব এই ২০২১ সালের নির্বাচনে। এদিন দক্ষিণ কাঁথির বিজেপি প্রার্থী অরূপ কুমার দাস কাঁথির জামুয়ার বাবা ভূতেস্বর ও মা অন…
পূর্বমেদিনীপুর জেলা এখন রাজ্য রাজনীতির কেন্দ্র বিন্দু । আর অধিকারী গড়ের খাস তালুক অর্থ্যাৎ কাঁথির আলাদা গুরুত্ব এই ২০২১ সালের নির্বাচনে। এদিন দক্ষিণ কাঁথির বিজেপি প্রার্থী অরূপ কুমার দাস কাঁথির জামুয়ার বাবা ভূতেস্বর ও মা অন্নপূর্ণা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। এদিন বহু বিজেপি সমর্থক কে নিয়ে হাজির ছিলেন প্রার্থী,
"পুজো দেওয়ার পর তিনি বলেন, রাজনীতির ক্ষেত্রেতে আমি নতুন আমার অনুভব সাংস্কৃতিক মনস্কতা থেকেই বিচার করে মানুষের ভালো করার চেষ্টা করবো। আমি বিশ্বাস করি ব্যাক্তিগত কুৎসা আক্রমণ করে সার্বিকভাবে কোনো লাভ হয়না। আমিকাল মনোনয়ন পত্র জমা দেওয়ার পরিকল্পনা আছে। শিক্ষা জগতের মানুষ আমি কিন্তু এই ভিন্ন জগৎ আশা করি দলের সহযোগিতায় উত্তীর্ণ হবো। "
No comments