হলদিয়া শিল্প শহর বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেসের মনোনীত প্রার্থী মনিকা কর পাইক বুধ ভিত্তিক প্রচারাভিযানে। আসন্ন বিধানসভা নির্বাচন পূর্ব মেদিনীপুর জেলায় দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। হলদিয়া বিধানসভা নির্বাচন দ্বিতীয় দফায…
হলদিয়া শিল্প শহর বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেসের মনোনীত প্রার্থী মনিকা কর পাইক বুধ ভিত্তিক প্রচারাভিযানে। আসন্ন বিধানসভা নির্বাচন পূর্ব মেদিনীপুর জেলায় দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। হলদিয়া বিধানসভা নির্বাচন দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হবে ।সেজন্যই বিধানসভা এলাকার প্রতিটি বুথে বুথে অন্যান্য রাজনৈতিক দলের থেকে প্রচার অভিযানের এগিয়ে রয়েছে বামপন্থী প্রার্থী মনিকা কর পাইক। আজ হলদিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের চারটি বুথে মানুষের সাথে জনসংযোগ করলেন। সঙ্গে ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী হলদিয়া এরিয়া কমিটির সম্পাদক অচিন্ত্য শাসমল পার্টির অন্যতম নেতৃত্ব বিল্ব পদ জানা, ছাত্র, যুব, মহিলা নেতৃত্ব বৃন্দ। প্রসঙ্গত হলদিয়া শিল্প শহর বাম দুর্গ বলেই জেলার সকলেই জানেন। ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে বামপন্থী আন্দোলন বজায় রেখেছেন শিল্পশহর হলদিয়ার শ্রমিক শ্রেণী। বিগত বিধানসভা নির্বাচনে বামপন্থীরা জয়লাভ করেছিলেন। বর্তমানে তিনি বিজেপিতে যোগদান করে বিজেপির টিকিটে এবারে প্রার্থী হয়েছেন। সেজন্যই বাড়তি প্রচারের সুযোগ পাচ্ছেন এবারের প্রার্থী মনিকা কর পাইক।
No comments