একাকীত্বের অভ্যাস - কবিতা
কেউ একা থাকতে চায় না,কিন্তু বারবার উপেক্ষিত হতে হতে,একাকিত্বই একদিন সবচেয়ে নিরাপদ আশ্রয় হয়ে যায়।।মানুষ পাশে পেয়েও যদি নিঃসঙ্গ অনুভব করে,তাহলে আস্তে আস্তে সে সঙ্গ চাওয়া বন্ধ করে দেয়।।নিজের গল্প নিজেই শোনে…
একাকীত্বের অভ্যাস - কবিতা
কেউ একা থাকতে চায় না,
কিন্তু বারবার উপেক্ষিত হতে হতে,
একাকিত্বই একদিন সবচেয়ে নিরাপদ আশ্রয় হয়ে যায়।।
মানুষ পাশে পেয়েও যদি নিঃসঙ্গ অনুভব করে,
তাহলে আস্তে আস্তে সে সঙ্গ চাওয়া বন্ধ করে দেয়।।
নিজের গল্প নিজেই শোনে,
নিজের কষ্ট নিজেই বোঝে।।
একদিন এই একাকিত্বই অভ্যাস হয়ে যায়,
নিজের ভিতরে নিজেকে খুঁজে পাওয়াই স্বস্তি লাগে।।
তখন আর কেউ পাশে থাকুক বা না থাকুক,
মন আর কষ্ট পায় না-
শুধু চুপচাপ বয়ে চলে সময়ের স্রোতে।।
No comments