Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আন্তর্জাতিক নারী দিবস : শিক্ষিকা দুর্গা রানী দে

সম্মুখে প্রসারিত দৃষ্টি, আন্তর্জাতিক নারী বর্ষ আর এক। সগৌরবে শুরু, সঠিক মনে নেই দিনক্ষণ। বিংশ শতাব্দীর শেষ একবিংশ শতাব্দীর প্রথম। স্মৃতিপটে সমুজ্জ্বল ,সেই মঞ্চ। সম্মুখে আমি একনিষ্ঠ শ্রোতা। বক্তৃতা মঞ্চে দায়িত্বপ্রাপ্ত শিক্ষা পরি…

 





সম্মুখে প্রসারিত দৃষ্টি, আন্তর্জাতিক নারী বর্ষ আর এক। সগৌরবে শুরু, সঠিক মনে নেই দিনক্ষণ। বিংশ শতাব্দীর শেষ একবিংশ শতাব্দীর প্রথম। স্মৃতিপটে সমুজ্জ্বল ,সেই মঞ্চ। সম্মুখে আমি একনিষ্ঠ শ্রোতা। বক্তৃতা মঞ্চে দায়িত্বপ্রাপ্ত শিক্ষা পরিদর্শক!                             বলেছিলেন নারীর সম্মান, নারীর অধিকার, নারীর প্রতিষ্ঠা! নারীকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা। কিন্তু আত্মমর্যাদা???           জরুরি কি নয় তা??? আজও কি মেয়েরা পেয়েছে তা! নারীরা পেয়েছে পূর্ণরূপে তা?           দিকে দিকে হয়নি কি প্রচেষ্টা, দমিয়ে দিতে নারীদের উঁচু-উঁচু মাথা!                                    হয়নি কি বিচার নিজ নিজ সংকীর্ণতার,  দৃষ্টিভঙ্গির অস্বচ্ছতার প্রেক্ষিতে নারীর বিচার??? নিচু নিচু স্তর গুলো চায়নি কী দমাতে, চায়নি কি স্তব্ধ করতে, চায়নি কি অপমান করতে নারীর  উঁচু মাথা???    ‌ হবে নাকি বিচার সঠিক কোনদিন?             আসা-যাওয়ার পালার নেই কোন শেষ!                  কিন্তু তারই মাঝে দৃষ্টিভঙ্গির সংকীর্ণতায় অপমানিত  হয়, লুণ্ঠিত হয়, নির্যাতিত হয় নারীর সম্মান!!!       নারী তুমি বীর প্রসবিনী, গৌরবান্বিতা রমণী। নিজেও মেধায় নিষ্ঠায় দক্ষতায় শিখরজয়িনী।                        কিন্তু অস্বচ্ছ সুবিধাবাদ যতদিন থাকবে, ততদিন তোমার প্রতিষ্ঠা বারে বারে  লুণ্ঠিত হবে, বারে বারে  অপমানিত হবে তুমি অসচ্ছ সমাজে!!! আরো কতদিন লাগবে সেই সমাজ হতে পরিচ্ছন্ন!!!         অভিজ্ঞতা সুদীর্ঘ তিন যুগের!! কিন্তু কোথায় পরিবর্তন!! বারে বারে ফিরে ফিরে আসে একই অপমানিত ইতিহাসের পুনরাবৃত্তি!!! খ্রিষ্টের যুগের হবে নাকি শেষ কোন দিন?                 মহাভারতের যুগের হবে নাকি শেষ কোনদিন?                         আন্তর্জাতিক নারী বর্ষ পুনরায়!!       বক্তৃতা মঞ্চে কে থাকবেন!!! কোন অর্বাচীন..... নয় নিশ্চয়।।।


No comments