Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নির্বাচনে রক্তপাতহীনের দাবিতে সাইকেল করে দিল্লিতে যাএা শুরু করলো পূর্ব মেদিনীপুর দুই যুবক

দিল্লি চলো " স্বাধীনতা প্রক্কালে দেশবাসী উদ্দোশ্যের ডাক দিয়েছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু।এবারও "দিল্লি চলো "ডাক দিলেন পূর্ব মেদিনীপুর দুই যুবক। তবে এই " দিল্লি চলো " স্লোগানের এবার উপলক্ষ আলাদা। নারী দিব…

 




দিল্লি চলো " স্বাধীনতা প্রক্কালে দেশবাসী উদ্দোশ্যের ডাক দিয়েছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু।এবারও "দিল্লি চলো "ডাক দিলেন পূর্ব মেদিনীপুর দুই যুবক। তবে এই " দিল্লি চলো " স্লোগানের এবার উপলক্ষ আলাদা। নারী দিবসের প্রক্কালে ভারতের নির্বাচন কমিশনে কাছে বাংলা অবাদ ও শান্তিপূর্ণ নির্বাচনে আর্জি নিয়ে কাঁথি থেকে দিল্লি পর্ষন্ত সাইকেল র‍্যালি যাএা শুরু করলো।কাঁথির পোষ্ট অফিস মোড় থেকে বিবেকানন্দ মর্তির পাদদেশ থেকে শান্তিপূর্ন ভোটের বার্তা নিয়ে সোমবার সকালে পূর্ব মেদিনীপুর দুই যুবক দিল্লি উদ্দেশ্য যাএা শুরু করেন। এই সফরের মধ্যে রাজ্যপাল থেকে মূখ্য নির্বাচনী আধিকারিক এবং আমি জনতার কাছে তাদের বার্তা পৌঁছে দেবেন। গত বিধানসভা নির্বাচনে বেশ কিছু জায়গায় হিংসা ঘটনার ঘটে ছিল। বেশ কয়েকজনে প্রানঘাতী ঘটনার ঘটে ছিল। এই নির্বাচন রক্তপাত হীন দাবিতে যাএা করলো। রক্তপাতে ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার বার্তা নিয়ে কাঁথি থেকে দিল্লি পর্ষন্ত প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার যাএা শুরু করলো। পূর্ব মেদিনীপুর জেলার দুই যুবক হলেন কোলাঘাটে বাসিন্দা কৃষ্ণেন্দু বেরা ও চন্ডীপুরে বাসিন্দা  অর্পন এিপাটি। 


সফরকারী দুই যুবক কোলাঘাটে বাসিন্দা কৃষ্ণেন্দু বেরা ও চন্ডীপুরে বাসিন্দা অর্পন এিপাটি বলেন " নারী দিবসে দিনে মায়েদের শুভেচ্ছা নিয়ে দিল্লি উদ্দোশ্যের যাএা শুরু করলাম। আগামী ৪০ দিন ধরে যাতাযাতে প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে পথ অতিক্রম করবো। রক্তপাতহীন যাতে ভোট হয় তার বার্তা নিয়ে এই সাইকেল করে অভিযান। ভোটে যাতে কেউ হিংসা জ্বড়িয়ে না পড়ে তার জন্য এই যাএা। তারা আরও বলেন গত পঞ্চায়েত নির্বাচনে বেশ কয়েকজন প্রাণ হারিয়ে ছিলেন। স্বামী ও স্ত্রী পুড়িয়ে মারা হয়েছিল "। ভোটের প্রাক্কালে এই দুই যুবকের এমন মহান বার্তা নিয়ে অভিনব র‍্যালিতে অনেকের রীতিমত আপ্লূত। মহিলা শ্রাবনী সামন্ত বলেন 'এমন দাবিতে দুরপাল্লা সাইকেল র‍্যালি আগে কখনো দেখেনি। এমন উদ্যোগ সম্ভবত রাজ্যে প্রথম। পূর্ব মেদিনীপুরে বাসিন্দা হিসাবে জেলার দুই যুবকের এমন উদ্দোগকে কুনিস জানাই "। 


এই র‍্যালি শুরু আগে কাঁথির পোষ্ট অফিস মোড়ে বহু মহিলা সংলল্প যাএার দুই যুবককে অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর জন্য হাজির হন। মহিলাদের দাবি সোমবার নারী দিবসের দিনে এমন সংকল্প যাএা শুরু হওয়ার তারা,  খুশি অনুভব করছেন। শুধু ভোট নয় সারা বাংলা সহ সারা ভারতবর্ষে সমন্ত কিছুই শান্তিপূর্ন ভাবে হোক, নারী দিবসে এটাই আমাদের একান্ত চাওয়া। 


খেলা হবে এই স্লোগানকে সামনে রেখে বেশ কয়েকটি রাজনৈতিক দল ইতি মধ্যে পাচার অভিযান শুরু করেছে। এনিয়ে চাপানোওর ও উওেজনা বিক্ষিত ভাবে ছড়াতে শুরু করেছে। নির্বাচনে আগে এমন আবহে মধ্যে এই যুবকের সংকল্প যাএা যেন অক্সিজেন মতো। নেতা থেকে ভোটার, ভোট কর্মী থেকে নিরাপওা কর্মী সকলেই আমাদের এই সংকল্প যাএা থেকে উৎবুদ্ধ হলে তাহলে আমাদের এই যাএা উদ্দোশ্য কার্ষত সফল হবে বলে দাবি সফরকারী দুই যুবকের। 

No comments