পটাশপুর বিধানসভার বিজেপি প্রার্থী অধ্যাপক অম্বুজাক্ষ মহান্তি পটাশপুর-২ ব্লকের টিকরাপাড়া, শ্রীরামপুর- সহ একাধিক গ্রামে ঘুরে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ ও ভোটপ্রচার করলেন।এই কর্মীসূচী তে গিয়ে বিজেপি পার্থী বয়স্কদের প্রণাম করে আশীর্বাদ …
পটাশপুর বিধানসভার বিজেপি প্রার্থী অধ্যাপক অম্বুজাক্ষ মহান্তি পটাশপুর-২ ব্লকের টিকরাপাড়া, শ্রীরামপুর- সহ একাধিক গ্রামে ঘুরে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ ও ভোটপ্রচার করলেন।
এই কর্মীসূচী তে গিয়ে বিজেপি পার্থী বয়স্কদের প্রণাম করে আশীর্বাদ নিচ্ছেন। আবার কোথাও কারোর বাড়িতে গিয়ে জল পান করছেন। বিজেপি প্রার্থীর আগমনে বাড়ির মহিলারা শঙ্খ বাজিয়ে তাঁকে অভিনন্দন ও জানাচ্ছেন।
ভোটে জেতার লক্ষ্যে মানুষের সাথে মিশে কথা বলে, এমনকি বয়স্কদের পায়ে হাত দিয়ে প্রনাম করে আশীর্বাদও নেন বিজেপি প্রার্থী। যদিও পটাশপুরে বিজেপি প্রার্থী অম্বুজাক্ষ মহান্তির প্রভাব ভীষণ ভাবে রয়েছে, সেক্ষেত্রে জয়ের প্রতি তিনি আশাবাদী রয়েছেন। পাশাপাশি ঢাক বাজিয়ে অভিনব ভাবে প্রচার পর্ব সারলেন তিনি। তিনি বলেন আমার মধ্যে কোনো ক্লান্তি নেই, আমি আনন্দে ভরপুর রয়েছি। জয়ের প্রতি সম্পূর্ণ আশাবাদী।
No comments