আসন্ন বিধানসভা নির্বাচনে আইন-শৃঙ্খলা বজায় রাখতে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু করেছে জেলা প্রশাসন।পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার পশ্চিমবাড় এলাকায় নাকা চেকিং এর সময় উদ্ধার হল নগদ সাড়ে তিন লক্ষ টাকা…
আসন্ন বিধানসভা নির্বাচনে আইন-শৃঙ্খলা বজায় রাখতে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু করেছে জেলা প্রশাসন।
পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার পশ্চিমবাড় এলাকায় নাকা চেকিং এর সময় উদ্ধার হল নগদ সাড়ে তিন লক্ষ টাকা। ভগবানপুর থানার পুলিশ এবং ভগবানপুর ১ ব্লক নির্বাচন আধিকারিক ও বিডিও বিশ্বজিত মণ্ডল একত্রিত হয়ে নাকা চেকিং এ এই টাকা উদ্ধার করে। ভোটের মুখে এতটাকা উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কোথা থেকে এল বা কোথায় যাচ্ছিল এই টাকা তা তদন্ত করবে পুলিশ। এই ঘটনার তদন্তের জন্য এক ব্যক্তিকে আটক করা হয়।
ভগবানপুরের মহম্মদপুরের পশ্চিমবাড় এলাকা দীর্ঘদিনের সন্ত্রাস কবলিত এলাকা বলে পরিচিত, সেই স্থানে নির্বাচনের মুখে ভারী অঙ্কের টাকা উদ্ধার হওয়ায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়।
No comments