হলদিয়া পৌর এরিয়ার ১৫ নং ওয়ার্ডে দেভোগ গ্রামে ১৮৯ নং বুথে চলছে হলদিয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপন নস্করের সমর্থণে চলছে নির্বাচনী পাড়া বৈঠক। উক্ত নির্বাচনী পাড়া বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃনমূল যুব কংগ্র…
হলদিয়া পৌর এরিয়ার ১৫ নং ওয়ার্ডে দেভোগ গ্রামে ১৮৯ নং বুথে চলছে হলদিয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপন নস্করের সমর্থণে চলছে নির্বাচনী পাড়া বৈঠক।
উক্ত নির্বাচনী পাড়া বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃনমূল যুব কংগ্রেসের সম্পাদক অর্নব দেবনাথ, ও উপস্থিত ছিলেন তৃনমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা হলদিয়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সেক আজিজুল রহমান,জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সম্পাদক সেক আনসার আলি, ১৫ নং ওয়ার্ডের তৃনমূল কংগ্রেসের সভাপতি কালিপদ সরকার,১৮৯ নং বুথের সভাপতি সেক সিরাজ আলি ,১৫ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সংখ্যা লঘুসেলের সভাপতি সেক আসকর ও এছাড়াও অনান্য নেতৃত্ব বৃন্দ।
No comments