Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিজ্ঞানী আইনস্টাইনের জন্মদিনে জল সংরক্ষণ বাক দিলেন শিক্ষিকা দূর্গা রানী দে

বিজ্ঞানী আইনস্টাইনের জন্মদিন পালন এবং পানীয় জল ও বর্ষার বৃষ্টির জলের সঠিক সংরক্ষণ নিয়ে জনগণকে সচেতন করলেন পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এক নম্বর চক্রের নারান্দা নিউ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা  শিক্ষারত্ন শ্রীমতী দুর্গারানী…

 




বিজ্ঞানী আইনস্টাইনের জন্মদিন পালন এবং পানীয় জল ও বর্ষার বৃষ্টির জলের সঠিক সংরক্ষণ নিয়ে জনগণকে সচেতন করলেন পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এক নম্বর চক্রের নারান্দা নিউ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা  শিক্ষারত্ন শ্রীমতী দুর্গারানী দে। উপস্থিত প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং অভিভাবিকা দের লইয়া বিশ্ব বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের জন্মদিন পালন করলেন শিক্ষিকা দুর্গা রানী দে মহাশয়া। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি শিল্পী শ্রীমতি মন্দিরা মহাপাত্র। অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে আসন্ন গ্রীষ্মে পানীয় জলের সঠিক ব্যবহার, অপচয় রোধ এবং রাস্তার পাশে পানীয় জলের ট্যাপ গুলি বন্ধ করার জন্য নিরবিচ্ছিন্ন ভাবে আবেদন জানিয়েছেন এলাকাবাসীকে এবং সংশ্লিষ্ট পৌরসভাকে। এছাড়া আগামী বর্ষা ঋতুতে বৃষ্টির জল কে ভবিষ্যতে গৃহস্থালির কাজে ব্যবহার করার জন্য বাড়ির ছাদের উপরে সমতলে বা মাটির নিচে বৃষ্টির জল সংরক্ষণের জন্য ট্যাংক বানিয়ে নেওয়ার আহ্বান জানান। আজকের অনুষ্ঠানে ভারত সরকারের বিজ্ঞান প্রচারের ক্লাব সুচেতনা সায়েন্স ক্লাব ও এই অনুষ্ঠানে যোগ দেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি শ্রীমতি মন্দিরা মহাপাত্রের ইচ্ছা অনুযায়ী তার লেখা কবিতা অবাক জলপান কবিতাটি শিক্ষিকা শ্রীমতী দুর্গা রানী দে র কন্ঠে পঠিত হয় জল সংরক্ষণের অনুষ্ঠানের শেষ ভাগে। শিক্ষিকা বিজ্ঞান দৃষ্টিভঙ্গি র জনজীবনে রক্ষণাবেক্ষণ এবং পানীয় জল বৃষ্টির জলের সচেতনতার উপর বিশেষ আহ্বান জানান। উল্লেখ্য এই কাজে শিক্ষিকা বিগত কয়েক বছর ধরে বিদ্যালয় বহির্ভূত সময়ে ছুটির দিনে অনেক বিরুদ্ধ কষ্টকর পরিস্থিতির মধ্যেও তার অন্যান্য সকল কর্মসূচির ন্যায় এলাকাবাসীকে সচেতন ও সজাগ করার কাজে নিয়োজিত আছেন। আজকের বিশেষ অতিথি শ্রীমতি মন্দিরা মহাপাত্র কে শিক্ষিকা অন্তর দিয়ে বরণ করে নেন উপস্থিত সকলকে বরণ করে নেন ও আন্তরিক অভিনন্দন জানান।






No comments