হলদিয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী স্বপন নস্করের সমর্থনে ০১ ওয়ার্ডের ১০৫ নং বুথে চলছে নির্বাচনী পাড়া সভা।উক্ত পাড়া সভায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃনমূল যুব কংগ্রেসের সম্পাদক তথা জনপ্রিয় যুবনেতা অর…
হলদিয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী স্বপন নস্করের সমর্থনে ০১ ওয়ার্ডের ১০৫ নং বুথে চলছে নির্বাচনী পাড়া সভা।
উক্ত পাড়া সভায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃনমূল যুব কংগ্রেসের সম্পাদক তথা জনপ্রিয় যুবনেতা অর্নব দেবনাথ, এছাড়াও উপস্থিত ছিলেন সুতাহাটা ব্লক তৃনমূল কংগ্রেসের সহ-সভাপতি জগন্নাথ মান্না, সুতাহাটা ব্লক তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক দাস, ১ নং ওয়ার্ড তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি পলাশ চক্রবর্তী, সহ-সভাপতি সুণীল প্রামাণীক,বর্ষীয়ান তৃণমূল নেতা সুব্রত পন্ডা,প্রা: কাউন্সিলার শুভ্র বরণ শৎপতি,তৃনমূল নেতা বিশ্বনাথ ভূঞ্যা এছাড়াও অনান্য নেতৃত্ব বৃন্দ।
No comments