Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিজেপিতে যোগদানের পরেই আবজল শা নামে পড়ল পোস্টার

শুভেন্দু অধিকারীর হাত ধরেই বিজেপিতে যোগদান করেছিলেন পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি নিহত কুরবান শা দাদা আবজল আলি শা । তারপর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। আবজল শা মাইশোরা তৃণমূল কংগ্রেসে আসেন শুভেন্দু অধিকারীর হাত ধরেই…

 




শুভেন্দু অধিকারীর হাত ধরেই বিজেপিতে যোগদান করেছিলেন পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি নিহত কুরবান শা দাদা আবজল আলি শা । তারপর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। আবজল শা মাইশোরা তৃণমূল কংগ্রেসে আসেন শুভেন্দু অধিকারীর হাত ধরেই, আগামীকাল শুভেন্দু অধিকারী হাত ধরেই নিমতৌড়িতে বিজেপিতে যোগদান করেন আবজল আলি শা।এরপর মাইসোরার বিভিন্ন এলাকায় আবজল  আলী শা নামে পোস্টার পড়তে দেখা যায়। যেখানে লেখা আছে আবজল শা বিজেপি দালাল দূর হাঁটাও। তবে আশ্চর্যের বিষয় বিজেপিতে যোগদানের পরেও মাইসোরার কার্যালয় তৃণমূলের পতাকা দেখতে পাওয়া গেল।এই নিয়ে আবজল শা বলেন -" এটি কোন দুষ্কৃতীদের কাজ। আমি রাজনীতিতে এসেছি আমার ভাইয়ের দোষীদের শাস্তির জন্য। কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে সেই সমস্ত দোষীদের ছাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছেন তাতে আমি দল ছাড়তে বাধ্য হলাম। আমি মাইসোর আর কার্যালয়ের তৃণমূলে নেতৃত্বদের বলেছি পতাকা খোলার জন্য তারা দু-তিন দিনের মধ্যেই পতাকা খুলে দেবেন। ওটি আমার নিজস্ব অফিস তাই নিজস্ব কাজে ব্যবহার করব। তবে এই প্রসঙ্গে মাইসোরার আর তৃণমূল নেতৃত্ব সুজিত রায় বলেন- এই সমস্ত কাজ বিজেপির পুরনো সদস্যদের। তারা চায় না আবজাল শা তাদের দলে আসুক সেই কারণেই হয়তো এই সমস্ত পোস্ট তারা লাগিয়েছেন। তবে আবজল শা বিজেপিতে যাওয়ায় মাইসোরা অঞ্চলের তৃণমূলের জেতা আরো সহজ হয়ে গেল। ওটি মাইসোরা তৃণমূল কংগ্রেসের কার্যালয় আবজল  শা ব্যক্তিগত নয় তাই ওখানে পতাকা অবশ্যই থাকবে।


No comments