আসন্ন বিধানসভা নির্বাচন হলদিয়া বিধানসভা সংরক্ষিত তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন নস্করের সমর্থনে হলদিয়া বিধানসভা এলাকায় বিভিন্ন জায়গায় প্রচার অভিযান চলছে। বাড়ি বাড়ি যাওয়া মানুষের সঙ্গে জনসংযোগ এলাকার মানুষের সমস্যার কথা শোন…
আসন্ন বিধানসভা নির্বাচন হলদিয়া বিধানসভা সংরক্ষিত তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন নস্করের সমর্থনে হলদিয়া বিধানসভা এলাকায় বিভিন্ন জায়গায় প্রচার অভিযান চলছে। বাড়ি বাড়ি যাওয়া মানুষের সঙ্গে জনসংযোগ এলাকার মানুষের সমস্যার কথা শোনা এলাকার জনপ্রতিনিধি সঙ্গে নিয়ে প্রচার সারছেন স্বপন বাবু। হলদিয়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল স্বপন নস্কর দীর্ঘদিন হলদিয়া পৌরসভার কাউন্সিলর পরবর্তীকালে চেয়ারম্যান কাউন্সিল দায়িত্ব সামলেছেন গুরুত্বপূর্ণ দপ্তরের। বর্তমান মা মাটি মানুষের সরকারের প্রার্থী হওয়ার জন্য অনুমোদন পেয়েছেন। শিল্পশহর হলদিয়া দাপুটে নেতা নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারী দল ত্যাগ করার পরেই শিল্প শহর হলদিয়া রাজনীতি গরমা গরম হয়ে ওঠে ।অনুগামী বনাম তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকারের পক্ষ থেকে হলদিয়া পৌরসভায় কাউন্সিলরগণ কোনদিকে আছেন তার জন্য সম্মতি স্বাক্ষর গ্রহন করা হয়েছিল। বর্তমানে রাজ্য রাজনীতি কেন্দ্রবিন্দু হলদিয়া মহকুমার অন্তর্গত নন্দীগ্রাম। সেখানে এবারে প্রতিদ্বন্দী করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তারই দলের মন্ত্রী প্রাক্তন বিধায়ক বর্তমান ভারতীয় জনতা পার্টির সদস্য শুভেন্দু অধিকারী এবং সেখানে বাম কংগ্রেস আইএসএফ জোটের প্রার্থী যুব নেত্রী মীনাক্ষী মুখার্জি। সারা ভারতবর্ষের বিধানসভা নির্বাচনের রাজ্যের পাখির চোখ এখন নন্দীগ্রাম। এবং তারই পাশেই শিল্প শহর হলদিয়া সেই হলদিয়ার ভূমিপুত্র স্বপন নস্কর তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিদ্বন্দ্বি বাম আমলের বিধায়ক সদ্য বিজেপিতে যোগদান করেছেন তাপসী মন্ডল তিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন। বাম কংগ্রেস আইএসএফ জোটের প্রার্থী হয়েছেন শিক্ষিকা মনিকা কর পাইক। পূর্ব মেদিনীপুর জেলার বিধানসভা গুলির মধ্যে নন্দীগ্রাম এবং হলদিয়া রাজ্যের মানুষ পাখির চোখে দেখছে একদিকে নন্দীগ্রাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন আবার তারই অপর পাশেই হলদিয়া বিধানসভা সেখানে রুটি-রোজগারের জায়গা বন্দর গড়ে উঠেছে সারা ভারতবর্ষের মধ্যে এখন এক নম্বর বন্দর হলদিয়া তাই দুটি বিধানসভায় কি হয় সেদিকেই যেমন রাজ্যের মানুষের নজর রয়েছেন ঠিক তেমনি ভাবে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা তাদের বিভিন্ন ৬৫টি প্রকল্পে মানুষের কাছে পৌঁছে যান তার সাফল্যের কথা তুলে ধরছেন ।বাড়ি বাড়ি গিয়ে আজ হলদিয়া বিধানসভার টাউনশিপ মাখন বাবুর বাজারে তৃণমূল কংগ্রেসের দলীয় নির্বাচনী সভায় উপস্থিত আছেন তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি দেবপ্রসাদ মন্ডল এবং প্রার্থী স্বপন নস্কর, যুবনেতা অমিত প্রামানিক প্রমূখ।
No comments