আসন্ন বিধানসভা নির্বাচন আগত পূর্ব মেদিনীপুর জেলার ১৬ টি বিধানসভার মধ্যে ৯টি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তার জন্য সব রকমের প্রস্তুতি শেষ পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে ১লা এপ্রিল সাতটি বিধানসভা নির্বাচন।দ্বিতীয় পর্যায়ে পূর্ব মে…
আসন্ন বিধানসভা নির্বাচন আগত পূর্ব মেদিনীপুর জেলার ১৬ টি বিধানসভার মধ্যে ৯টি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তার জন্য সব রকমের প্রস্তুতি শেষ পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে ১লা এপ্রিল সাতটি বিধানসভা নির্বাচন।দ্বিতীয় পর্যায়ে পূর্ব মেদিনীপুর জেলার অন্যান্য বিধানসভার মধ্যে সবথেকে নজরকাড়া বিধানসভা এবারে নন্দীগ্রাম রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারই মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী বর্তমান বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী দুই হেভিওয়েট প্রার্থীর সঙ্গে এবারের সংযুক্ত
মোর্চার বাম কংগ্রেস আইএসএফ জোটের প্রার্থী মীনাক্ষী মুখার্জি সমর্থনে আজ নন্দীগ্রাম সংলগ্ন কলেজ মাঠে জনসভায় উপস্থিত ছিলেন।
নন্দীগ্রাম বিধানসভায় মীনাক্ষী মুখার্জি ও চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের আশীষ গুচ্ছাইৎ সংযুক্ত মোর্চার সমর্থনে শুক্রবার নন্দীগ্রাম কলেজ মাঠে জনসভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী মীনাক্ষী মুখার্জি চন্ডিপুর বিধানসভার সংযুক্ত মোর্চার প্রার্থী আশীষ গুচ্ছাইৎ মহম্মদ সেলিম আব্বাস সিদ্দকি উজ্জল চৌধুরি হাফিজ আলাম সৈরানী, অমৃত মাইতি ও সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক পূর্ব মেদিনীপুর জেলা বামফ্রন্ট নিরঞ্জন সিহি সহ আরো নেতৃত্বরা। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে আব্বাস সিদ্দিকি বলেন নন্দীগ্রামে মমতার পায়ের চোট নাটক ছিলো।নন্দীগ্রামের মানুষকে অপমান করেছেন তার যোগ্য জবাব দিতে হবে। আমরা ইমাম ভাতা চাইনা আমরা দুই হাতে কাজ চাই না এক হাতের কাজ চাই। তিনি পাশাপাশি এই সরকারের কার্যকলাপ নিয়েও মন্তব্য করেন তিনি।
No comments