পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের কাজিচক - খন্যাডিহি সংযোগকারী কংক্রিট পুলের দাবীতে ভোট বয়কটের ডাক দিলো গ্রামবাসীরা।কাজীচক গ্রামের একাধিক মানুষজন আজ সকালে পাকাপুলের দাবীতে বিক্ষোভে সামিল হয়। তাদের দাবী,দীর্ঘ ২০১৮ সাল থেকে গ্রা…
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের কাজিচক - খন্যাডিহি সংযোগকারী কংক্রিট পুলের দাবীতে ভোট বয়কটের ডাক দিলো গ্রামবাসীরা।কাজীচক গ্রামের একাধিক মানুষজন আজ সকালে পাকাপুলের দাবীতে বিক্ষোভে সামিল হয়। তাদের দাবী,দীর্ঘ ২০১৮ সাল থেকে গ্রামবাসীরা দাবী জানিয়ে আসছে দুই গ্রামের মধ্যদিয়ে যাওয়া সুতি খালের ওপর সংযোগরক্ষাকারী গুরুত্বপূর্ণ পাকা কংক্রিটের পোল।কিন্তু বারংবার প্রশাসনকে জানিয়েও কোন ফলমেলেনি। জনপ্রতিনিধি দের জানিয়েও কোনো লাভ হয়নি।দীর্ঘদিন ঐ এলাকায় কাঠের পোলটি ভগ্নদশা অবস্থায়। যারকারনে গ্রামবাসীদের নিজেদের পয়সায় অস্থায়ী বাঁশের সাঁকো তৈরী করে যাতায়াত করতে হয়। গ্রামবাসীদের আরও দাবী, একাধিক দুর্ঘটনা ঘটেছে পোল পারাপার হতেগিয়ে।প্রতিবারে ভোট এলে নেতাদের প্রতিশ্রুতি তারা পেয়েছেন,কোন সুরাহা হয়নি এমনই অভিযোগ গ্রামবাসীদের।তাই আসন্ন বিধানসভা নির্বাচনে তারা ভোট বয়কটের ডাক দিলো গ্রামবাসীরা।কংক্রিটের পোল না হলে ভোট থেকে বিরত থাকবেন বলে হুশিয়ারী দুই গ্রামের মানুষজনের।
No comments