Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

১০০ দিনের শ্রমিকদের নিয়ে ভোট প্রচারে লাগালো তৃণমূল অভিযোগ

পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভার একের দুই নম্বর অঞ্চলে ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরেও শাসকদলের পঞ্চায়েত প্রতিনিধিরা ১০০ দিনের মাটিকাটা কাজ হবে বলে ভুল বুঝিয়ে মহিলাদের ডেকে নিয়ে যায়। বিরোধী কর্মীরা জানতে পেরে সেই কাজে বাধা দে…

 




পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভার একের দুই নম্বর অঞ্চলে ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরেও শাসকদলের পঞ্চায়েত প্রতিনিধিরা ১০০ দিনের মাটিকাটা কাজ হবে বলে ভুল বুঝিয়ে মহিলাদের ডেকে নিয়ে যায়। বিরোধী কর্মীরা জানতে পেরে সেই কাজে বাধা দেয়। উঠে আসে নানা চাঞ্চল্যকর তথ্য। জানা যায় 2019-- 20 সালে এই কাজের জন্য মাস্টাররোল সই করা হয়েছিল। আজকে প্রতিনিধি দের মারফত খবর পেয়ে মাটি কাটার কাজ করতে এসে মহিলা রা জানতে পারে তাদের তৃণমূল এর হয়ে দেওয়াল লিখন করতে হবে। এই কাজ না করলে তাদের আর কোনদিন কাজ করতে দেয়া হবে না এবং বাড়ি, রাস্তা কোন কিছুই  ঢালাই করে দেওয়া হবে না। আরও অভিযোগ পান বরজ করে দেবে বলে ভোটার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট তথ্য নিয়ে যায় প্রতিনিধি রা।  যখন সরকার থেকে তা পাস হয়ে টাকা আসে তখন সেই টাকা পঞ্চায়েতের প্রতিনিধিরা দিতে অস্বীকার করে। অভিযোগ তৃণমূলের হয়ে প্রচারে যেতে অস্বীকার করলে তাদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়।। এই অভিযোগের ভিত্তিতে পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত প্রতিনিধির  বিরুদ্ধে  বিরোধী কর্মীরা বিডিও অফিসে ও নির্বাচন কমিশনে অভিযোগ করছে। এলাকায় চাঞ্চল্য।


No comments