একুশে বিধানসভা নির্বাচন শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ে নির্বাচন ১লা এপ্রিল।
মাঝে মাত্র আর কয়েক ঘন্টা। তারপর সকাল হলেই পূর্ব মেদিনীপুর জেলার ৯ টি বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহন। যার কারনে সকাল থেকে হলদিয়া থেকে শুরু হয়েছে ভোট গ্রহন মে…
একুশে বিধানসভা নির্বাচন শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ে নির্বাচন ১লা এপ্রিল।
মাঝে মাত্র আর কয়েক ঘন্টা। তারপর সকাল হলেই পূর্ব মেদিনীপুর জেলার ৯ টি বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহন। যার কারনে সকাল থেকে হলদিয়া থেকে শুরু হয়েছে ভোট গ্রহন মেসিন বিলির কাজ।
হলদিয়া মহকুমার ৩ টি বিধানসভা কেন্দ্রের হলদিয়া গভঃর্মেন্ট স্কুল থেকে ইভিএম বিলি শুরু হয়েছে।হলদিয়া মহকুমার অন্তর্গত কেন্দ্র গুলি হল হলদিয়া,মহিষাদল ও নন্দীগ্রাম।ভোটভগ্রহনের মেসিন নিয়ে তিন টি বিধানসভার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটকর্মীরা যেতে শুরু করেছেন। একে ঘিরে কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দিপনা ।অপরদিকে ভোট গ্রহণের দু’দিন আগে পূলিশ মহলে রদবদল ঘটালো কেন্দ্রীয় নির্বাচন কমিশন ।সুষ্ঠ ভাবে নির্বাচন সম্পন্ন করতেই এই সিধান্ত বলে জানা গেছে।
কমিশন সরাল হলদিয়ার মহকুমা পুলিশ আধিকারিক বরুণ বৈদ্যকে৷ উত্তম মিত্রকে বসান হল তাঁর পরিবর্তে ৷ অন্যদিকে মহিষাদলের সার্কেল ইন্সপেক্টর বিচিত্রা বিকাশ রায়কে সরিয়ে ওই পদে আনা হল শীর্ষেন্দু দাসকে।
No comments