Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পুর্ব মেদিনীপুর জেলার ৯টি আসনে ভোট কোথায় কত ভোটার

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে প্রথম দফা শেষ হয়েছে রাত পোহালেই দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হবে।
রাজ্যে ২৯৪টা আসনের মধ্যে ৩০টি আসনে আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোট গ্রহন।প্রথম দফায় অর্থাৎ গত ২৭ মার্চ পূর্ব …

 







রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে প্রথম দফা শেষ হয়েছে রাত পোহালেই দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হবে।
রাজ্যে ২৯৪টা আসনের মধ্যে ৩০টি আসনে আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোট গ্রহন।প্রথম দফায় অর্থাৎ গত ২৭ মার্চ পূর্ব মেদিনীপুর জেলার ১৬টি আসনের মধ্যে কাঁথি ও এগরা মহকুমার ৭টি আসনে নির্বাচন হয়েছিলো।এবার তমলুক ও হলদিয়া মহকুমার বাকী ৯টি আসনে ভোট গ্রহন করা হবে ।
১ এপ্রিল ভোট গ্রহনের দিন নন্দীগ্রাম বিধানসভারও নির্বাচন।হলদিয়া মহকুমার অন্তর্গত এই কেন্দ্রটি এবারের নির্বাচনে সবচেয়ে আলোচিত কেন্দ্র ।জেলার এই পর্যয়ের ৯টি বিধানসভা কেন্দ্রের মধ্যে পশ্চিম পাঁশকুড়া কেন্দ্রের ভোটার সবচেয়ে বেশী। এখানে ভোটার সংখ্যা ২৭৪০৯২ জন।আর সবচেয়ে কম ভোটার পুর্ব পাঁশকুড়ায়।এখানকার ভোটার সংখ্যা ২৩৬৩০৬ জন ।


এক নজরে পূর্ব মেদিনীপুরের ৯টি কেন্দ্র
-----------------------------------------------------------
২০৩- তমলুক – মোট ভোট গ্রহন কেন্দ্র – ৩৮২ টি (প্রধান বুথ – ২৮৮টি,সহকারী বুথ ৯৪টি), ভোটার – ২৬৬৫৫৩ জন (মহিলা – ১৩০২৪২ পুরুষ- ১৩৬৩০৩ জন, তৃতীয় লিঙ্গ – ৮ ) পোস্টাল ব্যালট ৩২৮ ( পুরুষ – ৩১৫,মহিলা ১৩) , মোট ভোটার ২৬৬৮৮১ জন ।

২০৪- পাঁশকুড়া পূর্ব – মোট ভোট গ্রহন কেন্দ্র – ৩৩০ টি (প্রধান বুথ – ২৫৬টি,সহকারী বুথ ৭৪টি), ভোটার – ২৩৬১৩৯ জন (মহিলা – ১১৪৫৪৪ জন পুরুষ- ১২১৫৯২ জন, তৃতীয় লিঙ্গ – ৩ ) পোস্টাল ব্যালট ১৬৭ ( পুরুষ – ১৬৩ ,মহিলা ৪) , মোট ভোটার ২৩৬৩০৬ জন ।
২০৫- পাঁশকুড়া পশ্চিম – মোট ভোট গ্রহন কেন্দ্র – ৩৮০ টি (প্রধান বুথ – ২৯৯টি,সহকারী বুথ ৮১টি), ভোটার – ২৭৩৫৯৭ জন (মহিলা – ১৩৩০৪৩ জন পুরুষ- ১৪০৫৪৩ জন, তৃতীয় লিঙ্গ – ১১ ) পোস্টাল ব্যালট ৪৯৫ ( পুরুষ – ৪৮০ ,মহিলা ১৫) , মোট ভোটার ২৭৪০৯২ জন ।


২০৬- ময়না – মোট ভোট গ্রহন কেন্দ্র – ৩৬০ টি (প্রধান বুথ – ২৭৬টি,সহকারী বুথ ৮৪টি), ভোটার – ২৫৪৫৯৬ জন (মহিলা – ১২২৪৫৮ জন পুরুষ- ১৩২১৩৪ জন, তৃতীয় লিঙ্গ – ৪ ) পোস্টাল ব্যালট ৫৬৮ ( পুরুষ – ৫৫৬ ,মহিলা ১২) , মোট ভোটার ২৫৫১৬৪ জন ।

২০৭- নন্দকুমার– মোট ভোট গ্রহন কেন্দ্র – ৩৫৪ টি (প্রধান বুথ – ২৬৮টি,সহকারী বুথ ৮৬টি), ভোটার – ২৫৩৫৩১ জন (মহিলা – ১২২৭১৫ জন পুরুষ- ১৩০৮১২ জন, তৃতীয় লিঙ্গ – ৫ ) পোস্টাল ব্যালট ২৯৮ ( পুরুষ – ২৮৮ ,মহিলা ১০) , মোট ভোটার ২৫৩৮২৯জন ।

২১১- চন্ডিপুর– মোট ভোট গ্রহন কেন্দ্র – ৩৪৫ টি (প্রধান বুথ – ২৫৪টি,সহকারী বুথ ৯১টি), ভোটার – ২৪৫৩১২ জন (মহিলা – ১১৮৩৬২ জন পুরুষ- ১২৬৯৫০ জন, তৃতীয় লিঙ্গ – ০ ) পোস্টাল ব্যালট ৪৬৩ ( পুরুষ – ৪৪৭ ,মহিলা ১৬) , মোট ভোটার ২৪৫৭৭৫জন ।

২০৮- মহিষাদল– মোট ভোট গ্রহন কেন্দ্র – ৩৪৬ টি (প্রধান বুথ – ২৬৪টি,সহকারী বুথ ৮২টি), ভোটার – ২৪৫০১১ জন (মহিলা – ১১৯৬৬৯ জন পুরুষ- ১২৫৩৩৮ জন, তৃতীয় লিঙ্গ – ৪ ) পোস্টাল ব্যালট ২৫৫ ( পুরুষ – ২৪৭ ,মহিলা ৮) , মোট ভোটার ২৪৫২৬৬ জন ।

২০৯- হলদিয়া (তফসিলি) – মোট ভোট গ্রহন কেন্দ্র – ৩৫৮টি (প্রধান বুথ – ২৬১টি,সহকারী বুথ ৯৭টি), ভোটার – ২৫০৮৫৭ জন (মহিলা – ১২১৬৫৭ জন পুরুষ- ১২৯১৫৯ জন, তৃতীয় লিঙ্গ – ৫ ) পোস্টাল ব্যালট ১৯৪ ( পুরুষ – ১৮৭ ,মহিলা ৭ ) , মোট ভোটার ২৫১০৫১ জন ।

২১০- নন্দীগ্রাম – মোট ভোট গ্রহন কেন্দ্র – ৩৫৫টি (প্রধান বুথ – ২৭৮টি,সহকারী বুথ ৭৭টি), ভোটার – ২৫৭১৫৬ জন (মহিলা – ১২৩৮৯৮ জন পুরুষ- ১৩৩২৫৭ জন, তৃতীয় লিঙ্গ – ১ ) পোস্টাল ব্যালট ৮৪৩ ( পুরুষ – ৮২৮ ,মহিলা ১৫ ) , মোট ভোটার ২৫৭৯৯৯ জন ।


No comments