Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বুথে মহিলা এজেন্ট ও নিরাপত্তার দাবিতে "ভোট কর্মী সুরক্ষা মঞ্চের " উদ্যোগে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি

আসন্ন বিধানসভা নির্বাচন এই নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার ভোট কর্মী হিসেবে মহিলাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে তারমধ্যে হলদিয়া বিধানসভা এলাকায় ১৯৮ টির মধ্যে ২৪টি বুথ পরিচালনা করবে মহিলারা। 
গত লোকসভা নির্বাচনে নন্দীগ্রামে ভোট নিত…

 




আসন্ন বিধানসভা নির্বাচন এই নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার ভোট কর্মী হিসেবে মহিলাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে তারমধ্যে হলদিয়া বিধানসভা এলাকায় ১৯৮ টির মধ্যে ২৪টি বুথ পরিচালনা করবে মহিলারা। 


গত লোকসভা নির্বাচনে নন্দীগ্রামে ভোট নিতে গিয়ে বেশকিছু ভোটকর্মী আক্রান্ত হয়েছিল।   সেই সময় হলদিয়াতে "ভোট কর্মী সুরক্ষা মঞ্চ " গঠিত হয় সেবারও মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিলো ।


এবছর মহিষাদল বিধানসভায় কুড়িটি এবং হলদিয়া বিধানসভায় ২৪ টি মহিলা পরিচালিত বুথ হবে।মহিলা পরিচালিত বুথে মহিলা  নিরাপত্তাকর্মী দাবি,মহিলা পরিচালিত বুথে বিভিন্ন রাজনৈতিক দলগুলি যাতে মহিলা এজেন্ট দেন  ও কেন্দ্রীয়  বাহিনীর দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।  সংগঠনের সম্পাদক রামপ্রসাদ দাস  ও সভাপতি মনীন্দ্রনাথ গায়েন অন্যতম সদস্য অর্ণব পাত্র , মদন মন্ডল উপস্থিত ছিলেন।  হলদিয়া ভোট কর্মী সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে ২৩৪ জনের সই  সম্বলিত স্মারকলিপি জমা দেওয়া হয় । মহাকুমার শাসক ভোট কর্মীদের অধিক নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন ।





No comments